সুস্থ হতে দোয়া চাইলেন নাফিস ইকবাল


চট্টগ্রাম: করোনাভাইরাসে আক্রান্ত হওয়া বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালের বড় ভাই ও দেশের সাবেক ওপেনার নাফিস ইকবাল অসুস্থতা কাটিয়ে উঠতে সকলের কাছে দোয়া চেয়েছেন।

অসুস্থ হবার পর থেকে চট্টগ্রামের বাসায় আইসোলশনে আছেন নাফিস। তবে এখন সুস্থবোধ করছেন তিনি। নাফিস জানান, ‘১০/১২ দিন আগে আমি কাশির সাথে জ্বর অনুভব করেছি। এরপর করোনাভাইরাস পরীক্ষার জন্য আমার নমুন দেই এবং সেটি পজিটিভ আসে।’

বাংলাদেশের হয়ে ২০০৪ থেকে ২০০৬ সাল পর্যন্ত ১১টি টেস্ট ও ১৬টি ওয়ানডে খেলা নাফিস আরও বলেন, ‘আমি এখন ভালো অনুভব করছি এবং সুস্থ হয়ে উঠছি। আমার জন্য দোয়া করতে সকলকে অনুরোধ করছি, যাতে আমি সুস্থ হয়ে উঠতে পারি এবং এটি পুরোপুরিভাবে কাটিয়ে উঠতে পারি।’

গাড়ি দূর্ঘটনার কারনে ক্যারিয়ার বড় হতে পারেনি নাফিসের। পরবর্তীতে আর জাতীয় দলে ফিরতে পারেননি তিনি।

২০০৫ সালে শক্তিশালী জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টে দুর্দান্ত একটি ইনিংস খেলেছিলেন নাফিস। সিরিজের দ্বিতীয় টেস্টে শক্তিশালী জিম্বাবুয়ের বিপক্ষে ১২১ রানের ইনিংস খেলে বাংলাদেশকে ম্যাচ ড্র’র স্বাদ পাইয়ে দেন তিনি। দ্বিতীয় টেস্ট ড্র করে দুই ম্যাচের সিরিজ ১-০ ব্যবধানে জিতেছিলো বাংলাদেশ। সেটিই ছিলো টেস্ট ক্রিকেটে বাংলাদেশের প্রথম সিরিজ জয়। সিরিজের প্রথম ২২৬ রানে জিতেছিলো বাংলাদেশ।