জনগণকে চিকিৎসকদের প্রতিপক্ষ বানানো হচ্ছে


ডা. নূর হোসেন ভূঁইয়া : করোনার এই মহামারিতে যখন পুরো দেশ আতংকিত, তখন চিকিৎসক সমাজও এর বাইরে নয়।
বলে বুঝানো যাবে না, এই আতংকিত অবস্থা থেকে বের হয়ে চিকিৎসকদের মনোনিবেশ এখন করোনা চিকিৎসার দিকে।
শুধুমাত্র চিকিৎসকদের পেশায় সর্বাধিক এই পর্যন্ত ৫০ জনের বেশী মৃত্যুবরণ করেছন।

আমরা যারা মাঠে আছি পরিবার-পরিজনের কথা চিন্তা না করে, আমার মৃত্যুর পর আমার পরিবার কীভাবে চলবে সে কথা চিন্তা না করে আমরা কাজ করে যাচ্ছি।

প্রণোদনা পেল কি পেল না, এটা নিয়ে চিকিৎসকদের কোনো মাথাব্যথা নেই। চিকিৎসকগণ তাদের কাজ চালিয়ে যাচ্ছেন।

কিন্তু এই কঠিন অবস্থায়ও চিকিৎসকদের উৎসাহ না দিয়ে বরঞ্চ কিছু মিডিয়াতে প্রতিনিয়ত চিকিৎসকদের বিরুদ্ধে লিখে লিখে অথবা অবহেলা পোষণ করে জনগণকে চিকিৎসকদের প্রতিপক্ষ বানানো হচ্ছে। এতে সুদূরপ্রসারী যে ক্ষতি হবে তা হল ভবিষ্যতে কোনো ভাল ছাত্রছাত্রী এই পেশায় আসার সম্ভাবনা ক্ষীণ হয়ে যাচ্ছে। এটাও ঠিক যে, এদেশের খুব কম মিডিয়াই চিকিৎসকদের ভাল কাজের প্রশংসা করে থাকে।

ডা. মো. নুর হোসেন ভুঁইয়া : সেক্রেটারি জেনারেল, সোসাইটি অব সার্জনসঅব বাংলাদেশ।

দ্রষ্টব্য : চিকিৎসক মো. নুর হোসেন ভূঁইয়ারে মা বেশ কিছুদিন যাবত আইসিইউতে ভর্তি থাকার পরও আক্রান্ত মানুষদের চিকিৎসা দিয়ে যাচ্ছেন। মায়ের সুস্থতার জন্য তিনি সবার দোয়া চেয়েছেন।