চট্টগ্রাম: চট্টগ্রাম শিক্ষাবোর্ডে এবারের এসএসসি পরীক্ষার গণিত বিষয়ে এমসিকিউ প্রশ্ন পুননিরীক্ষণের পর আরও ৮৩৬ জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।
বুধবার দুপুরে পুননিরীক্ষণের এ ফলাফল প্রকাশ করে শিক্ষাবোর্ড কর্তৃপক্ষ।
শিক্ষাবোর্ড সূত্র জানায়, গণিত বিষয়ে নৈবত্তিক প্রশ্নের উত্তর পুনরায় নিরীক্ষা করা হয়েছে। এর ফলে ২০১৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ এর সংখ্যা বেড়ে হয়েছে ৮ হাজার ৫০২। ১১ মে প্রকাশিত ফলাফলে এই সংখ্যা ছিল ৭ হাজার ৬৬৬ জন। একই সাথে ১৪ হাজার ১৫৮ জন শিক্ষার্থীর ফলাফলে পরিবর্তন এসেছে। এছাড়া নতুন করে পাস করেছে তিনজন শিক্ষার্থী। তবে পাসের হারে পরিবর্তন আসেনি।
চট্টগ্রাম শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মাহবুব হাসান জানান, গণিতের বহুনির্বাচনীর (এমসিকিউ) ‘গ’ ও ‘ঘ’ সেটের বাংলা ও ইংরেজি মাধ্যমের প্রশ্নপত্রে ভিন্নতা ছিল। যা প্রধান পরীক্ষক বা অন্য কারও নজরে আসেনি। এমসিকিউ অংশের উত্তরপত্রের মূল্যায়নে কিছু প্রশ্নের উত্তরমালায় ভিন্নতা তৈরি হয়। পরে ক্রুটি বের করে ফলাফল সংশোধন করা হয়েছে।
উল্লেখ্য, গত ১১ মে পরীক্ষার ফলাফল প্রকাশের পর থেকে শিক্ষার্থীরা গণিত নৈবত্তিক প্রশ্নের ‘গ’ ও ‘ঘ’ নম্বর সেটের উত্তরপত্র সঠিকভাবে মূল্যায়ন হয়নি বলে অভিযোগ করে আসছিল।
