
আন্তর্জাতিক ডেস্ক : করোনাভাইরাসের টিকা আবিষ্কার হলে তা বাণিজ্যিকভাবে নয় বরং ন্যায্যভাবে মানুষের মাঝে ছড়িয়ে দেয়ার আহ্বান জানিয়েছেন বিল গেটস। তিনি সতর্ক বলেন, শুধুমাত্র সর্বোচ্চ নিলামকারীদের মধ্য দিয়ে এটি বাজারজাত হলে বিশ্বব্যাপী করোনা পরিস্থিতি হবে আরো ভয়াবহ।-খবর সিএনবিসি নিউজের।
মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা শনিবার ইন্টারন্যাশনাল এইডস সোসাইটি আয়োজিত করোনাভাইরাস নিয়ে একটি ভার্চুয়াল কনফারেন্সে বক্তব্য রাখতে গিয়ে এ কথা বলেন। তিনি বলেন, ‘আমরা যদি ওষুধ এবং টিকা সর্বোচ্চ দরদাতাদের মাধ্যমে জনগণের কাছে পৌঁছানোর কথা ভাবি তবে যেখানে তা সবচেয়ে বেশি প্রয়োজন সেখানে পৌঁছবে না। এক্ষেত্রে আরো দীর্ঘ ও মারাত্মক হবে মহামারী। যা হবে মানবজাতির সাথে অন্যায়।’
বিল গেটস বলেন, ‘আমাদের বিশ্ব নেতাদের উচিত ইকুইটির উপর ভিত্তি করে টিকা বিতরণ নিশ্চিত করা। এই ব্যাপারে কঠিন সিদ্ধান্ত নিতে হবে, এখানে শুধু বাজারচালিত মনোভাব বর্জনীয়।’
বিজনেস ইনসাইডার পত্রিকা জানিয়েছে, উন্নত বিশ্বের দেশগুলো টীকার গবেষণায় বিলিয়ন বিলিয়ন ডলার বিনিয়োগ করছে। তাই প্রশ্ন উঠেছে যদি কোনও টিকা আবিষ্কৃত হয় তাহলে তা বিতরণে এই দেশগুলো প্রথম পছন্দে থাকবে কিনা। গেটসের আহ্বান, এইডসের ক্ষেত্রে বিশ্ব যেভাবে একসাথে হাতে হাত মিলিয়ে কাজ করেছে করোনার ক্ষেত্রেও জাতিগুলো যেন একসাথে হয়ে কাজ করে যাতে ওষুধ ও টিকা ন্যায়সঙ্গতভাবে মানুষের মাঝে ছড়িয়ে দেয়ার বিষয়টি নিশ্চিত হয়।
তিনি বলেন, ‘এই মুহূর্তে আমাদের সবচেয়ে বেশি জরুরি বৈশ্বিক সহযোগিতা, প্রয়োজনীয় সুরক্ষা সরঞ্জাম আবিষ্কার এবং যেখানে তাদের সবচেয়ে বেশি প্রয়োজন সেখানে তা ন্যায্যভাবে বিতরণ করা। এটি আমাদের সংকল্প হওয়া উচিত। যোগ করেন বিল গেটস।
