হৃদরোগ ও শ্বাস-প্রশ্বাসে অক্সিজেন-সেবা দিচ্ছে রেড ক্রিসেন্ট


চট্টগ্রাম : করোনাভাইরাস মহামারির এই দুঃসময়ে হৃদরোগে আক্রান্ত রোগীর হৃদসঞ্চালন পুন: সক্রিয় করতে কোভিড ও নন কোভিড রোগীদের জন্য বিনামূল্যে অক্সিজেন সেবা প্রদান করছে রেড ক্রিসেন্ট, চট্টগ্রাম।

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম জেলা ও সিটি ইউনিটের উদ্যোগে যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রামের বাস্তবায়নে দক্ষ যুব স্বেচ্ছাসেবকদের মাধ্যমে অক্সিজেন সিলিন্ডার কাধেঁ নিয়ে রোগীর কাছে পৌঁছে দিয়ে আসছে।

দিন-রাতের যে কোনো সময় অক্সিজেন সেবার জন্য ০১৮৪৫৮০৮৩০৩, ০১৫১৬৭০৭৩৮৪ নাম্বারে ফোন করলে কোভিড, নন কোভিড রোগীদের কাছে এই সেবা পৌঁছে দিচ্ছেন স্বেচ্ছাসেবকরা। রোগীর প্রয়োজন সাপেক্ষে অক্সিজেন সিলিন্ডার সম্পূর্ণ বিনামূল্যে রিফিল করে দেয়া হচ্ছে।

ইতিমধ্যে নগরীর চন্দনপুরা, চকবাজার, চান্দগাঁও, হালিশহর, বেটারী গলি, আবাসিক এলাকায় সেবার জন্য আবেদনকৃতদের চিকিৎসকের ব্যবস্থাপনাপত্র দেখানোর মাধ্যমে সিলিন্ডার নিয়ে ছুটে গেছেন অক্সিজেন সার্পোট টিম।

যুব রেড ক্রিসেন্ট, চট্টগ্রামের প্র্চার-প্রকাশনা বিভাগের প্রধান কৃষ্ণ দাশ এক প্রেসবিজ্ঞপ্তিতে ব্যতিক্রমী এই মানবিক উদ্যোগ ও সেবার কথা জানিয়েছেন।

একুশে/প্রেসবিজ্ঞপ্তি