ইউআইটিএসকে চিকিৎসাসেবা দেবে গুলশান ক্লিনিক


ঢাকা : ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্স (ইউআইটিএস) এর সব শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীকে বিশেষ ছাড়ে করোনাভাইরাস (কোভিড-১৯) পরীক্ষা ও অন্যান্য চিকিৎসাসেবা দেবে গুলশান ক্লিনিক লিমিটেড।

এ লক্ষ্যে মঙ্গলবার (১৪ জুলাই) বিকালে রাজধানীর বারিধারা জে ব্লকসংলগ্ন মধ্য নয়ানগরস্থ ইউআইটিএসের নিজস্ব ক্যাম্পাসে প্রতিষ্ঠান দুটির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর হয়।

এতে ইউআইটিএসের পক্ষে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান এবং গুলশান ক্লিনিকের হয়ে প্রধান নির্বাহী কর্মকর্তা ও ইউনিক গ্রুপের সিইও (অপারেশন) মোহাম্মদ গোলাম সারওয়ার স্বাক্ষর করেন।

সমঝোতা অনুযায়ী, ইউআইটিএসের সব শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীর কোভিড-১৯ শনাক্ত এবং জরুরি স্বাস্থ্যসেবাসহ সব ধরনের সেবা দেবে গুলশান ক্লিনিক। স্বচ্ছতা ও আস্থার সঙ্গে উন্নতমানের চিকিৎসাসেবা দিয়ে যাচ্ছে প্রতিষ্ঠানটি। তাদের সব ধরনের পরীক্ষার ওপর বিশেষ ছাড় দিতেই ইউআইটিএসের সঙ্গে সমঝোতা হয়েছে। চুক্তি অনুযায়ী ক্লিনিকে অথবা ইউআইটিএসের ক্যাম্পাস বা বাসা থেকে নমুনা সংগ্রহ করা হবে।

স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইউআইটিএস বোর্ড অব ট্রাস্টিজের উপদেষ্টা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এএফ রহমান হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. কেএম সাইফুল ইসলাম খান, ইউআইটিএসের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সিরাজ উদ্দিন আহমেদ, রেজিস্ট্রার মোহাম্মদ কামরুল হাসান, ইইই বিভাগের প্রধান ড. মো. মিজানুর রহমান, ইসিই বিভাগের প্রধান মোহাম্মদ মাহমুদুল হাসান।

এছাড়া অন্যদের মধ্যে পিএইচপি ফ্যামিলির সিনিয়র এজিএম (অ্যাকাউন্স) আবু জাফর মো. মহসিন, গুলশান ক্লিনিক লিমিটেডের অপারেশন ইনচার্জ আবু মনিরুজ্জামান রুবেল, ইউনিক গ্রুপের ডেপুটি জেনারেল ম্যানেজার মমিনুল হক, কো-অর্ডিনেশন ম্যানেজার ইফতেখারুল ইসলাম ও ইউআইটিএসের পিআরও মো. ওমর ফারুক উপস্থিত ছিলেন।