
পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে সারাদেশের ন্যায় চট্টগ্রামের দক্ষিণ বন বিভাগ পেকুয়ার বারবাকিয়া রেঞ্জের উদ্যোগে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে চারা বিতরণ কর্মসূচি পালন করেছে। ২১৫০০ গাছের চারা বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে উপজেলা পরিষদ চত্বরে চারা বিরতণ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন চকরিয়া-পেকুয়ার সাংসদ জাফর আলম।
পেকুয়া উপজেলা নির্বাহী অফিসার সাইকা শাহাদাতের সভাপতিত্বে ও বারবাকিয়া রেঞ্জ কর্মকর্তা আব্দুল গফুর মোল্লার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাবেক ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট কামাল হোসেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, পেকুয়া উপজেলা আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব আবুল কাশেম, ভাইস চেয়ারম্যান আজিজুল হক, মহিলা ভাইস চেয়ারম্যান উম্মে কুলছুম মিনু ও উজানটিয়ার ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে ২ হাজার একশ’ চারা বিতরণ করা হয়।
