গেল ২০১৬ সালটি অর্থনীতির জন্য নিষ্প্রভ হলেও নতুন বছর ও আগামী বছর বিশ্ব অর্থনীতি চাঙ্গা হবার পূর্বাভাস দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। বিশেষ করে উদীয়মান দেশগুলো এবং উন্নয়নশীল দেশগুলোর অর্থনীতির গতি বাড়বে বলে উল্লেখ করেছে সংস্থাটি।
গত সোমবার প্রকাশিত বিশ্ব অর্থনীতির পূর্বাভাস প্রতিবেদন হালনাগাদ করে প্রকাশ করেছে আইএমএফ। এর আগে গত অক্টোবরের পূর্বাভাস প্রতিবেদনে বিশ্ব অর্থনৈতিক প্রবৃদ্ধি ২০১৭ সালে ৩ দশমিক ৪ শতাংশ হবার পূর্বাভাস দেওয়া হয়েছিল। এবার এটি অপরিবর্তিত রাখ হয়েছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক বাজারে তেলের দাম কিছুটা বেড়েছে। ফলে রাশিয়ার অর্থনীতির কিছুটা উন্নতি হবে। ভারতে নোট বাতিলের বিরূপ প্রভাবে সাধারণের ভোগ ব্যয় কমেছে। এর প্রভাবে প্রবৃদ্ধির পূর্বাভাস কমানো হয়েছে। অন্যদিকে ইন্দোনেশিয়া ও থাইল্যান্ডে বেসরকারি বিনিয়োগ কমে যাওয়ায়, পর্যটন অভ্যন্তরীণ ভোগ হ্রাস পাওয়ার ফলে প্রবৃদ্ধির পূর্বাভাস কমানো হয়েছে।
এতে উল্লেখ করা হয়েছে, ২০১৭ সালে ভারতের জিডিপি প্রবৃদ্ধি ৭ দশমিক ২ ও ২০১৮ সালে ৭ দশমকি ৭ শতাংশ হতে পারে। মার্কিন যুক্তরাষ্ট্রে এবছর ১ দশমিক ৯ ও আগামী বছর ২ শতাংশ প্রবৃদ্ধি হতে পারে।
জাপানে এবছর শূন্য দশমিক ৮ ও আগামী বছর শূন্য দশমিক ৫ ভাগ প্রবৃদ্ধি হতে পারে। রাশিয়া গেল বছর ঋণাত্মক অবস্থান থেকে এবছর এক দশমিক ১ শতাংশ প্রবৃদ্ধির আশা করা হয়েছে। প্রতি তিন মাস পর হালনাগাদ এই প্রতিবেদন প্রকাশ করা হয়।
