
চট্টগ্রাম : সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাই ফ্লো ন্যাসাল ক্যানোলা দিলো মির্জাখীল দরবার শরীফ। মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় মির্জাখীল দরবার শরীফের পক্ষে মোহাম্মদ মছউদুর রহমান এটি হস্তান্তর করেন।
স্থানীয় সংসদ সদস্য ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভীর দিক নির্দেশনায় ডা. মোরশেদ আলীর মাধ্যমে সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান কর্মকর্তা ডা. আব্দুল মজিদ ওসমানীর কাছে হাই ফ্লো ন্যাসাল ক্যানুলা মেশিন হস্তান্তর করা হয়।
এসময় উপস্থিত ছিলেন সাতকানিয়া উপজেলা ভাইস চেয়ারম্যান সালাউদ্দীন আহমেদ চৌধুরী এবং হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারীরা।
মির্জাখীল দরবার শরীফের মুখপাত্র মোহাম্মদ মছউদুর রহমান বলেন, যুগে যুগে সামাজিক ও মানবিক কাজ করে আসছে দরবার শরীফ। তারই ধারাবাহিকতায় সাতকানিয়াবাসীর করোনা সংক্রমণের জটিল অবস্থায় নির্বিঘ্ন চিকিৎসা সেবা নিশ্চিতকল্পে সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নির্মানাধীন সেন্ট্রাল অক্সিজেন সাপ্লাই সিস্টেমের প্রয়োজনীয় ও মূল্যবান অনুসঙ্গ হাই ফ্লো ন্যাসাল ক্যানোলা দিতে পারায় আমরা আনন্দিত। আগামীতেও এ ধারা অব্যাহত থাকবে।
একুশে/প্রেসবিজ্ঞপ্তি
