কোরবানির ঈদ ১ আগস্ট


ঢাকা : ১ আগস্ট (শনিবার) সারাদেশে ঈদ-উল-আযহা পালনের ঘোষণা দিয়েছেন জাতীয় চাঁদ দেখা কমিটি।

মঙ্গলবার (২১জুলাই) বায়তুল মোকাররম জাতীয় মসজিদে অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটি সভা থেকে এই সিদ্ধান্তের কথা জানায় কমিটি।

কমিটি জানায়, আজ জিলহজ্বের চাঁদ দেখা না যাওয়ায় আগামী ১লা আগস্ট সারাদেশে ঈদ-উল-আযহা পালন করা হবে।

ধর্মসচিব নুরুল ইসলামের সভাপতিত্বে উক্ত সভায় ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক আনিস মাহমুদসহ কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

তবে মধ্য প্রাচ্যের দেশগুলোতে ঈদ-উল-আযহা পালান হবে ৩১ জুলাই।

২১ জুলাই আকাশ পরিষ্কার থাকলে বাংলাদেশে খালি চোখে দেখা যাবে বলে ঘোষণা দিয়েছিলেন জ্যোতির্বিজ্ঞানীরা। তবে শেষ পর্যন্ত চাঁদ দেখা না যাওয়ায় ১আগষ্ট ঈদ পালনের সিদ্ধান্ত নেয় জাতীয় চাঁদ দেখা কমিটি।