করোনায় মৃত মায়ের শেষকৃত্যে অংশ নিয়ে মারা গেলেন ৫ ভাই


আন্তর্জাতিক ডেস্ক : ভারতের ঝাড়খন্ডে ধানবাদের কাটরাসে করোনায় আক্রান্ত হয়ে একই পরিবারের ছয় সদস্য প্রাণ হারিয়েছেন। ধারণা করা হচ্ছে করোনায় মারা যাওয়া মায়ের শেষকৃত্যে অংশ নেয়ার পর আক্রান্ত হয়ে মারা যায় পরিবারের পাঁচ সহোদর। খবর দ্যা নিউ ইন্ডিয়ান এক্সপ্রেসের।

সংবাদ মাধ্যমটি বলছে, দিল্লি থেকে গেল ২৬ জুন নাতির বিয়ের অনুষ্ঠানে গিয়ে সংক্রমিত হয়েছিলেন তাদের ৮৮ বছর বয়স্কা মা। পরে তিনি সেখানে অসুস্থ হয়ে পড়ার পর তাকে বোকারোর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় এবং ৪ জুলাই তার অবস্থার আরও অবনতি হলে তিনি মারা যান।

মৃত্যুর পর ওই বৃদ্ধার করোনা পরীক্ষায় ইতিবাচক ফল আসে। তার ছেলেরা সকল রীতিনীতি এবং ঐতিহ্য মেনে শেষকৃত্য সম্পন্ন করে। এর পরপরই পাঁচ সহোদর (যাদের বয়স ৬০-৭০ বছরের মধ্যে) একের পর এক ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান।

দ্যা নিউ ইন্ডিয়ান এক্সপ্রেসের সূত্রে জানা গেছে, রবিবার রাঁচির রাজেন্দ্র ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস (আরআইএমএস)-এ মহিলার পঞ্চম ছেলেটি মারা যান। এখন ওই পরিবারের এক ছেলে কেবল বেঁচে আছে, যিনি দিল্লিতে বসবাস করেন। এই ঘটনায় পুরো কাটরাসজুড়ে শোকের ছায়া নেমেছে।