স্বাস্থ্য খাতে দুর্নীতির দায় সরকারের একার নয় : নতুন মহাপরিচালক


ঢাকা : স্বাস্থ্য খাতে দুর্নীতির দায় সরকারে একার নয় বলে মন্তব্য করেছেন সদ্য নিয়োগপ্রাপ্ত স্বাস্থ্য অধিদপ্তরের নতুন মহাপরিচালক ডা. খুরশীদ আলম।

শনিবার (২৫ জুলাই) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের পর সাংবাদিকদের সাথে কথা বলেন নতুন মহাপরিচালক।

এসময় তিনি বলেন, দুর্নীতির কথা যদি বলেন আমি বলব দুর্নীতির দায় আমাদের সবার। আমরা যদি শুধু সরকারের দিকে আঙ্গুল তুলি সেটা হবে সবচেয়ে বড় বোকামি। আমরা সবাই এই দুর্নীতির অংশ।

স্বাস্থ্য ডিজি বলেন, দুর্নীতির জন্য শুধু সরকারকে দায়ী না করে সবাইকে ব্যক্তিগতভাবে সৎ হতে হবে। আমরা যদি ব্যক্তিগতভাবে সত না হই, তাহলে কোনোভাবেই দুর্নীতি রোধ করা সম্ভব না।

সাংবাদিকদের উদ্দেশ্য করে তিনি বলেন, সরকারের সমালোচনা অবশ্যই করবেন, ভুলত্রুটি ধরিয়ে দেবেন। পাশাপাশি আমরা যদি কোনো ভালো কাজ করি তাহলে সেটাও তুলে ধরবেন।

সামনে কী চ্যালেঞ্জ দেখছেন- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে স্বাস্থ্য ডিজি বলেন, স্বাস্থ্যে এখন যে অবস্থা, এই মহামারির ক্ষেত্রে আমরা যে সমস্যাগুলো ফেইস করছি তা দূর করার চেষ্টা করব।

স্বাস্থ্যখাতে নানা অনিয়মের কারণে তীব্র সমালোচনার মুখে মঙ্গলবার ২১ জুলাই ডা. আবুল কালাম আজাদ পদত্যাগ করলে নতুন ডিজি হিসেবে নিয়োগ পান ঢাকা মেডিক্যাল কলেজের সার্জারি বিভাগের চেয়ারম্যান ডা. খুরশীদ আলম।