
রামু (কক্সবাজার) প্রতিনিধি : চিরবিদায় নিলেন কক্সবাজারের রামু উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ছৈয়দ করিম।
শনিবার বাদ মাগরিব রামু কেন্দ্রীয় জামে মসজিদ মাঠে নামাজে জানাজা শেষে জনপ্রিয় এই শিক্ষককে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
এর আগে হৃদরোগে আক্রান্ত হয়ে শনিবার (২৫ জুলাই) বেলা সাড়ে ১২ টায় কক্সবাজার সদর হাসপাতালে ইন্তেকাল করেন রামুর জনপ্রিয় এ শিক্ষক (ইন্নালিল্লাহি…রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৩ বছর।
প্রধান শিক্ষক মো. ছৈয়দ করিম রামুর ফতেখাঁরকুল ইউনিয়নের মন্ডলপাড়া গ্রামের মরহুম ছাবের আহমদ সওদাগরের ছেলে। তিনি রামুর আলহাজ্ব ফজল আম্বিয়া উচ্চ বিদ্যালয়ে প্রতিষ্ঠাকাল থেকে দীর্ঘদিন প্রধান শিক্ষক এবং মন্ডলপাড়া সমিতির সভাপতি ছিলেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, সন্তান, ভাই-বোন, আত্মীয়-স্বজন, ও অসংখ্য ছাত্র-ছাত্রী রেখে যান।
এদিকে, রামু উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: ছৈয়দ করিমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য, কক্সবাজার-৩(সদর-রামু) আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল।
এক শোকবার্তায় সাইমুম সরওয়ার কমল এমপি মরহুম মো: ছৈয়দ করিম এর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোকাহত পরিবার পরিজনের প্রতি সমবেদনা জানিয়েছেন।
