শুরু হলো ট্রাম্প অধ্যায়

অনন্য বিস্ময় নিয়ে অভিষিক্ত হলেন যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট রিপাবলিকান ডোনাল্ড জন ট্রাম্প। নানা বিতর্ক-সন্দেহ পেছনে ফেলে শুরু হয়ে গেল ট্রাম্প অধ্যায়। মনে মনে অপার বিস্ময়। বিস্ময় অনেক কারণে। ৮ তারিখের নির্বাচনে তার জয় পাওয়াটাই ছিল বড় বিস্ময়। দ্বিতীয় বিস্ময় তিনি আমেরিকার ইতিহাসের সবচেয়ে কম জনপ্রিয়। তার শপথ গ্রহণের সময় অন্তত দুই লাখ মানুষ হোয়াইট হাউসের বাইরের বিক্ষোভ অংশ নেন। অতীতে নির্বাচিত প্রেসিডেন্ট-এর শপথের দিন এতো মানুষ বিক্ষোভে নামেনি কোনোদিন। ট্রাম্পের এই শপথ অনুষ্ঠানকে মার্কিন ইতিহাসে সবথেকে ব্যয়বহুল বলা হচ্ছে। সবমিলে শপথের দিনটি ঐতিহাসিকতাও পেয়েছে।

রয়টার্স বলছে, গতকাল শুক্রবার স্থানীয় সময় বেলা ১১টা ৪৫ মিনিটে (বাংলাদেশ সময় গত রাত ১০টা ৪৫ মিনিটে) ওয়াশিংটন ডিসির ক্যাপিটল ভবনে যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন গত বছর নির্বাচনে বিশ্বকে চমকে দিয়ে জয় ছিনিয়ে নেওয়া রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। শ্বেতাঙ্গ আধিপত?্য ফিরিয়ে আনার স্বপ্ন দেখিয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া নিউ ইয়র্কের এই ধনকুবের স্থলাভিষিক্ত হন যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ রাষ্ট্রপ্রধান বারাক ওবামার। এ অভিষেক অনুষ্ঠানে প্রায় ৯ লাখ মানুষ যোগ দেন বলে ধারণা করা হচ্ছে। পাশাপাশি মার্কিন কংগ্রেস ভবন ক্যাপিটল হিলের বাইরে ২ লাখ মানুষ ট্রাম্পবিরোধী বিক্ষোভে অংশ নেন।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানায়, রাজধানী ওয়াশিংটন ডিসির ক্যাপিটল হিলের পশ্চিম প্রান্তে হয় জমকালো এ শপথ অনুষ্ঠান। অনুষ্ঠানস্থলের আশপাশের প্রায় ২ দশমিক ৭ বর্গমাইল এলাকায় রাস্তা ব্যারিকেড দিয়ে ব্লক করে রাখা হয়। জমকালো ওই অনুষ্ঠানের খরচ হবে ৮০০ কোটি টাকা (১০০ মিলিয়ন ডলার)। নিরাপত্তার ব্যাপারে গত সপ্তাহে হোমল্যান্ড সিকিউরিটি প্রধান জেহ জনসন বলেছিলেন, ওই অনুষ্ঠানে ২৮ হাজার নিরাপত্তাকর্মী কাজ করবেন। মার্কিন সিক্রেট সার্ভিস, এফবিআই, পার্ক পুলিশ, ক্যাপিটল পুলিশ, কোস্ট গার্ড ও স্থানীয় পুলিশের সমন্বিত এ বহর ওয়াশিংটন ও তার আশপাশের এলাকার প্রহরায় থাকবে।

মার্কিন সংমাধ্যমগুলোর খবরে বলা হচ্ছে, অভিষেক অনুষ্ঠানের ব্যয়ের ৭ কোটি ডলার আসবে বিভিন্ন কর্পোরেট এবং ব্যক্তিগত অনুদান থেকে। বাকি অর্থ ব্যয় হবে রাষ্ট্রীয় কোষাগার থেকে। মূল শপথ অনুষ্ঠানে ব্যয় হবে মাত্র ১ কোটি ডলার। বাকি ৯ কোটি ডলারই নিরাপত্তা এবং পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজে ব্যয় হবে বলে জানায় ট্রাম্পের ক্ষমতা হস্তান্তর কমিটি।

এ অনুষ্ঠান শুধু আমেরিকানরা নয়, গোটা বিশ্ববাসী টেলিভিশনের পর্দায় দেখেছে। কেননা এ শপথ?ানুষ্ঠানের মধ্য দিয়ে বিদায়ী প্রেসিডেন্ট বারাক ওবামার পদে আগামী চার বছরের জন্য স্থলাভিষিক্ত হন ডোনাল্ড ট্রাম্প। তাই হোয়াইট হাউসের দায়িত্বভার পাওয়া ট্রাম্পের এ অভিষেক অনুষ্ঠানে অন্যরকম গুরুত্ব রয়েছে সারা দুনিয়ার মানুষের কাছে। স্বভাতই আছে কৌতূহলও। গোটা পৃথিবীর শত কোটি জনতা টেলিভিশনে সে দৃশ্য দেখে তাদের কৌতূহল মেটান।

দিনব্যাপী নানা কর্মসূচি : ধারাবাহিকভাবে কর্মসূচিগুলো উল্লেখ করা হলো (স্থানীয় সময় অনুযায়ী) : সকাল ৯.৩০ মিনিটে সংগীত পরিবেশনের মধ্য দিয়ে ট্রাম্পের অভিষেক অনুষ্ঠান শুরু হয়। বেলা ১১টা ৩০ মিনিটে ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের শপথ নেওয়ার পর ট্রাম্প রাখেন তার উদ্বোধনী বক্তব্য। ১১টা ৪৫ মিনিটে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে শপথবাক্য পাঠ করান প্রধান বিচারপতি রোবার্টস। বেলা ৩ থেকে ৫টা পর্যন্ত পেনসেলভানিয়া অ্যাভিনিউতে ডোনাল্ড ট্রাম্প ও মাইক পেন্সের প্যারেড অনুষ্ঠানে যোগদান। এ আয়োজনস্থলের আশপাশে ট্রাম্পবিরোধী বিক্ষোভ হওয়ার কথাও রয়েছে। সন্ধ্যা ৭ থেকে রাত ১১টা পর্যন্ত সদ্যগঠিত প্রশাসন নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স এবং প্রশাসনের গুরুত্বপূর্ণ তিন কর্মকর্তার মতামত উপস্থাপন। এছাড়া ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসের পাশে একটি গির্জায় প্রার্থনা করবেন। পরে ট্রাম্প এবং তার স্ত্রী মেলানিয়া বিদায়ী প্রেসিডেন্ট বারাক ওবামা এবং তার স্ত্রী ফার্স্ট লেডি মিশেল ওবামার সঙ্গে কফি পান করবেন। এ সময় এ দুই দম্পতি ক্যাপিটল হিলে মোটরশোভা যাত্রায় অংশ নেবেন।

এর আগে বৃহস্পতিবার সকাল ১০টা ৩৫ মিনিটে ওয়াশিংটন ডিসির লিংকন মেমোরিয়ালে শুরু হয় দিনব্যাপী কনসার্ট। ওয়াশিংটন ডিসি ফায়ার ডিপার্টমেন্টের এমারেল্ড সোসাইটি পাইপস অ্যান্ড ড্রামস, রিপাবলিকান হিন্দু কোয়ালিশন ও হাইস্কুল মার্চিং ব্যান্ড সকালের পার্বে অংশ নেয়।

অভিষেকের দুই দিনের অনুষ্ঠানে বাজানোর জন্য ট্রাম্প নিজেই মর্মন টাবেরনাকল কয়ার, রেডিও সিটি রকেটস, থ্রি ডোরস ডাউন ও শিল্পী জ্যাকি ইভাঙ্কোর নাম অন্তর্ভুক্ত করেন। অস্কারজয়ী অভিনেতা জন ভয়েট লিংকন মেমোরিয়ালে ট্রাম্পের অভিষেক কনসার্টে উপস্থিত ছিলেন। তবে খ্যাতিমান শিল্পীদের অনেকেই ট্রাম্পের অভিষেকে পরিবেশনার আমন্ত্রণ ফিরিয়ে দিয়েছেন। ব্রিটিশ শিল্পী এলটন জন, ওয়েলশের শার্লট চার্চ এবং আমেরিকান ডিজে মবি অভিষেকে যোগ দেওয়ার আমন্ত্রণে সারা দেননি।

দায়িত্ব নেওয়ার ‘প্রথম দিন’ই ট্রাম্প আগের প্রেসিডেন্ট ওবামার নেওয়া অনেকগুলো সিদ্ধান্ত বাতিল করবেন বলে ঘোষণা দিয়েছিলেন। তবে সেই ‘প্রথম দিন’ শুক্রবার হবে, না সোমবার সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি আগে। ট্রাম্পের মুখপাত্র শন স্পাইসার বুধবার এক সংবাদ সম্মেলনে বলেন, শুক্রবার দায়িত্ব নিয়েই ট্রাম্প চার-পাঁচটি নির্বাহী আদেশ জারি করতে পারেন। কিন্তু সপ্তাহের শুরুতে টাইমস অব লন্ডনকে ট্রাম্প বলেছিলেন, তার ‘প্রথম দিন’ হবে সোমবার। তবে বৃহস্পতিবার দুপুরে ভাবী মন্ত্রিসভার সদস্যদের নিয়ে আয়োজিত এক মধ?্যাহ্নভোজে স্ত্রী মেলানিয়ার মাধ?্যমে কাজ শুরুর সময় সম্পর্কে আভাস দিয়েছেন ট্রাম্প।

গত ৮ নভেম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। সে নির্বাচনে ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী হিলারি ক্লিনটনকে পরাজিত করে প্রেসিডেন্ট নির্বাচিত হন রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প।

শপথের আগে ঐক্যের দেশ গড়ার অঙ্গীকার ট্রাম্পের : ওয়াশিংটন ডিসির লিংকন মেমোরিয়ালে কনসার্টের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্টের অভিষেকের আনুষ্ঠানিকতা শুরু হয়। শপথের আগের রাতে সেই কনসার্টে উৎফুল্ল সমর্থকদের উদ্দেশে ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রকে ঐক্যবদ্ধ করার অঙ্গীকার ঘোষণা করেন। লিংকন মেমোরিয়ালের সিঁড়িতে দাঁড়িয়ে ট্রাম্প বলেন, আমেরিকানদের জীবনে তিনি পরিবর্তন এনে দেবেন। দুই ঘণ্টার এই আয়োজনে ট্রাম্পের পাশে ছিলেন স্ত্রী মিলানিয়া আর পরিবারের সদস্যরা। আরো ছিলেন অভিনেতা জন ভয়েট, গায়ক স্যাম মুর।

বিবিসি জানায়, যুক্তরাষ্ট্রের রেওয়াজ অনুযায়ী, চার বছর পরপর নবনির্বাচিত প্রেসিডেন্ট জানুয়ারির ২০ তারিখ স্থানীয় সময় বেলা ১২টায় প্রধান বিচারপতির কাছে শপথ নেন। তবে অভিষেকের আনুষ্ঠানিকতা শুরু হয় আগের দিন সকালে, লিংকন মেমোরিয়ালে কনসার্টের মধ্য দিয়ে। স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল ১০টা ৩৫ মিনিটে শুরু হয় দিনব্যাপী এ কনসার্ট। ওয়াশিংটন ডিসি ফায়ার ডিপার্টমেন্টের এমারেল্ড সোসাইটি পাইপস অ্যান্ড ড্রামস, রিপাবলিকান হিন্দু কোয়ালিশন ও হাইস্কুল মার্চিং ব্যান্ড এ কনসার্টে তাতে অংশ নেয়।

শপথ নেওয়ার আগে বৃহস্পতিবার বিকালে নতুন প্রেসিডেন্ট ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স আর্লিংটনের জাতীয় সমাধিতে যুক্তরাষ্ট্রের জাতীয় বীরদের প্রতি শ্রদ্ধা জানান। এরপর বিকালে লিংকন মেমোরিয়ালে ‘মেইক আমেরিকা গ্রেট এগেইন! ওয়েলকাম সেলিব্রেশন কনসার্ট’ এর দ্বিতীয় পর্ব শুরু হয়, যেখানে ছিল শিল্পী টবি কিথ ও লি গ্রিনউডের পরিবেশনা। কনসার্টের শেষ পর্যায়ে এসে সংক্ষিপ্ত বক্তৃতায় ট্রাম্প বলেন, ‘আমরা আমাদের দেশকে ঐক্যবদ্ধ করে তুলব। …আমরা আমাদের সব মানুষের জন্য আমেরিকাকে অসাধারণ করে তুলব, সবার জন্য, সবার জন্য…।’ ট্রাম্প আমেরিকানদের জন্য কাজের সুযোগ সৃষ্টির প্রতিশ্রুতি দেন। সামরিক বাহিনীকে আরো সমৃদ্ধ করার, সীমান্তকে আরো সুরক্ষিত করার অঙ্গীকার করেন। বলেন, ‘আমরা সেই সব কাজে হাত দেব, বহু দশক ধরে যা করা হয়নি। পরিবর্তন আসবে। আমি প্রতিশ্রুতি দিচ্ছি, পরিবর্তন আসবে।’

এর আগে দুপুরে হোয়াইট হাউসের মাত্র কয়েক ব্লক দূরে ট্রাম্প ইন্টারন্যাশনাল হোটেলে স্ত্রী মেলানিয়াকে নিয়ে মধ্যাহ্নভোজে যান ট্রাম্প। যাদের নিয়ে ট্রাম্প তার প্রশাসন সাজাচ্ছেন, তাদের জন্যই ছিল এ আয়োজন। আমেরিকার নতুন ফার্স্ট লেডি সংক্ষিপ্ত বক্তৃতায় বলেন, ‘আগামীকাল আমরা কাজে নামছি।’