
নয়াদিল্লি : অনলাইন জুয়া খেলায় উৎসাহ দেয়ায়, ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি ও অভিনেত্রী তামান্নার বিরুদ্ধে গ্রেফতারি চেয়ে মামলা হয়েছে মাদ্রাজ হাইকোর্টে।
চেন্নাইয়ের এক আইনজীবী এই মামলা দায়ের করেছেন।
আদালতে করা অভিযোগে বলা হয়েছে, কোহলি ও তামান্নার মতো তারকাদের ব্যবহার করে যুব সমাজের ধ্বংস হচ্ছে। এজন্যই দু’জনকে গ্রেফতার করা উচিত।
আগামী মঙ্গলবার এই মামলার শুনানি হবে।
