চমক নিয়ে স্কারলেট জোহানসন

স্কারলেট জোহানসন শুটিং করছেন ‘রক দ্য বডি’ ছবির। ছবিটি পরিচালনা করছেন লুসিয়া এনিলিও। কমেডিনির্ভর এ ছবিটির প্রধান চরিত্রে দেখা যাবে জোহানসনকে।

ছবির শুটিং করতে গিয়ে সম্প্রতি বিবস্ত্র হয়ে ক্যামেরাবন্দি হয়েছেন এ তারকা। সম্প্রতি সেই ছবি পোস্টও তিনি করেছেন সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে। সঙ্গে লিখেছেন, চমক আসছে। ‘রক দ্য বডি’র সেটে আছি এখন। কেমন লাগছে আমাকে? এমন পোস্টের বিপরীতে জোহানসন ভক্তরা মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন। কেউ কেউ বলেছেন, জোহানসনের মতো ভালো মাপের অভিনেত্রীর এমন পোস্ট না দিলেও হতো! আবার অনেকে এ ছবির জন্য শুভকামনা জানিয়েছেন তাকে। এ পোস্টের মাধ্যমে নতুন করে আলোচনায়ও এসেছেন জোহানসন। বিভিন্ন সংবাদমাধ্যমে তার নগ্ন ছবির বিষয়টি নিয়ে খবর প্রকাশ করেছে। তবে এসব বিষয় মোটেও পাত্তা দিচ্ছেন না এ অভিনেত্রী। নিজের মতো করে কাজ চালিয়ে যাচ্ছেন।

প্রসঙ্গত, ক্যাপ্টেন আমেরিকা : সিভিল ওয়ার’ ছবিতে অভিনয় করে গেল বছরজুড়েই আলোচনায় ছিলেন হলিউড অভিনেত্রী স্কারলেট জোহানসন। ২০১৬-এর অন্যতম ব্যবসাসফল ছবিও ছিল এটি। এ ছবি ছাড়াও গত বছর ‘দ্য জঙ্গল বুক’ ছবিতে ভয়েস দিয়েও প্রশংসিত হয়েছেন এ অভিনেত্রী।