চসিক প্রশাসক : নাছিরের না, গ্রুপ-নেতার দৌড়ঝাঁপ, সুজনের পৌষমাস


চট্টগ্রাম : চট্টগ্রামের আওয়ামী রাজনীতিতে বিবদমান দুই গ্রুপের এক গ্রুপ চেয়েছিল বর্তমান মেয়র আ জ ম নাছির উদ্দীনকে সরিয়ে তাদের অনুগত একজনকে প্রশাসক পদে বসাতে। এ জন্য নগর আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের এক সদস্যকে (যিনি একটি নামকরা স্কুল পরিচালনা পরিষদের সভাপতি) সামনে নিয়ে আসে গ্রুপটি। তাকে মানসিকভাবে প্রস্তুত থাকার ‘বার্তা’ দিয়ে তার পরিষদে ১০ সদস্যের অনুগত কাকে কাকে রাখা যায় তেমন একটি খসড়া তালিকাও নিজে নিজে তৈরি করে ফেলেন আ জ ম নাছিরবিরোধী গ্রুপের ওই নেতা।

যদিও দূরদর্শী রাজনৈতিক চেতনা থেকে অন্তত একমাস আগেই মেয়র নাছির হাইকমান্ডের কাছে সাফ জানিয়ে দিয়েছেন এই পদে পাঁচ বছরের বেশি থাকতে নিজের অনাগ্রহের কথা। সেই কারণে নির্বাচন না হওয়া পর্যন্ত অতিরিক্ত সচিব পদমর্যাদার একজন আমলার সন্ধানে নেমেছিল সরকার।

কিন্তু চট্টগ্রামের রাজনীতিতে অতি উৎসাহী গ্রুপের নেতাদের পছন্দের প্রশাসক ও পরিষদ গঠনের দৌড়ঝাঁপ এবং তৎপরতা ভালো ঠেকেনি সরকারের উচ্চপর্যায়ে। আর তখনই সরকার বা হাইকমান্ড সিদ্ধান্ত পাল্টালো। বললো আমলা নয়, নয় ওই রাজনৈতিক গ্রুপের পছন্দের কেউ (যদিও বিসিএস প্রশাসন ক্যাডারের ৭ম ব্যাচের কর্মকর্তা সরকারের অতিরিক্ত সচিব চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার শংকর রঞ্জন সাহাকে সামনে রেখে এগোচ্ছিল সরকার)।

এ পর্যায়ে হাইকমান্ড বেছে নিলো একসময়ের রাজপথ কাঁপানো ছাত্রনেতা, দলের ত্যাগী নেতা খোরশেদ আলম সুজনকে। শেষ মুহূর্তে নাটকীয় কোনো ঘটনা না ঘটলে সুজনই হতে যাচ্ছেন চট্টগ্রাম সিটি করপোরেশন প্রশাসক এটা অনেকটাই নিশ্চিত। এজন্য স্থানীয় সরকার মন্ত্রণালয়ের তৈরি করা ফাইলটি গতকালই (সোমবার) প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠিয়ে দেওয়া হয়েছে। আজ অথবা আগামিকালের (বুধবার) মধ্যে সেই ফাইল অনুমোদন দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তা্ই যদি হয় বৃহস্পতিবার থেকে নগর অভিভাবকের চেয়ারে বসছেন খোরশেদ আলম সুজন।

আওয়ামী লীগের দায়িত্বশীল কয়েকজন নেতা এবং একটি গোয়েন্দা সংস্থার চট্টগ্রামের শীর্ষ এক কর্মকর্তার সাথে কথা বলে জানা গেছে এসব তথ্য।

নির্ভরযোগ্য সূত্র মতে, বর্তমান মেয়র আ জ ম নাছির উদ্দীনকে নির্বাচন না হওয়া পর্যন্ত মেয়র পদে রাখতে আপত্তি ছিল না সরকারের। কিন্তু মেয়র নাছির নিজেই সেই পদে আর থাকতে চাননি। তিনি নিজের অনাগ্রহের কথা জানিয়ে দিয়েছিলেন সরকারের একাধিক সংস্থাসহ সংশ্লিষ্ট মহলকে।

এই অপারগতা প্রকাশের পেছনে মেয়র নাছিরের যুক্তি হচ্ছে, তিনি সরে গিয়ে দেখতে চান যে, তার জন্য নগরবাসীর উপলব্ধি, ভালোবাসা। তার ধারণা, অনুপস্থিত থাকলে বা কিছুদিনের জন্য দৃশ্যমাণ দায়িত্বের আড়ালে থাকলে সেবার মূল্যায়ন ও তুলনামূলক পার্থক্য নির্ণয়ে নগরবাসী তাকে মিস করবে, তার শূন্যতা অনুভব করবে। একইসাথে দল এবং সরকারও তার প্রয়োজনীয়তা উপলব্ধি করবে নতুন করে। আর সেরকম একটি পরিস্থিতিতে দল হয়তো মেয়র নির্বাচনে তাকেই ফের বেছে নিতে পারে। আর তাই যদি হয়, দলীয় মনোনয়ন নিয়ে নির্বাচনের মাধ্যমে সগৌরবে পুনরায় তিনি ফিরবেন নগর অভিভাবকের আসনে।

সরকারের একটি দায়িত্বশীল সংস্থা এবং কয়েকটি নির্ভরযোগ্য সূত্র একুশে পত্রিকাকে এমন তথ্য দিলেও মেয়র আ জ ম নাছির উদ্দীন বলছেন, আমার নিজস্ব কোনো অভিলাষ বা চাওয়া-পাওয়া নেই। বঙ্গবন্ধুকন্যা, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাকে দলের দ্বিতীয় বৃহত্তম ইউনিট চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বানিয়েছেন, দলের মনোনয়ন দিয়ে দেশের দ্বিতীয় বৃহত্তম শহরের মেয়র হওয়ার সুযোগ দিয়েছেন- তাতেই আমি কৃতজ্ঞ। নিজের সুখ-স্বাচ্ছন্দ্য ত্যাগ করে আমি চেষ্টা করেছি সম্পূর্ণ কলুষমুক্ত থেকে বঙ্গবন্ধুকন্যার মর্যাদা অক্ষুণ্ন রেখে নগরবাসীকে সর্বোচ্চ সেবা দিতে। নিশ্চয়ই এই শহরের মানুষ তার প্রত্যক্ষদর্শী।

মেয়র নাছির বলেন, জীবনের প্রায় ৬৪ বছর পার করেছি। বঙ্গবন্ধু কন্যার আদেশ-নির্দেশ শিরোধার্য মেনে জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে দলের জন্য কাজ করবো, চট্টলবাসীর সুখে-দুখে নিজেকে বিলিয়ে দেবো-এটাই আমার পরম ব্রত।

এ ব্যাপারে বিভিন্ন মহল থেকে বার্তা ও ফোন পাচ্ছেন জানিয়ে মঙ্গলবার (৪ জুলাই) দুপুরে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগেরগ সহ সভাপতি খোরশেদ আলম সুজন একুশে পত্রিকাকে বলেন, এই পদে আসার জন্য আমি কোনো চেষ্টা-তদবির করিনি। ৫০ বছর ধরে মাঠে আছি। দলের জন্য সর্বোচ্চ ত্যাগের মহিমায় পথ চলেছি। এটা চট্টগ্রামবাসী যেমন জানে, তেমনি জানেন জাতির জনকের কন্যা, আমার নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি আস্থা রাখলে জীবন দিয়ে হলেও সেই আস্থার মর্যাদা রক্ষা করবো। সমস্ত মেধা, মনন দিয়ে নগরবাসীর জীবনমান উন্নয়নে এগিয়ে যাবো।-বলেন খোরশেদ আলম।

### চসিকের প্রশাসক হলেন খোরশেদ আলম সুজন
### প্রধানমন্ত্রীর আস্থার মর্যাদা জীবন দিয়ে হলেও রক্ষা করবো : চসিক প্রশাসক সুজন
### প্রধানমন্ত্রীর ‘চিঠি’ কফিনে করে নিয়ে যেতে চান সুজন!
### মেয়র নির্বাচন : কাঁটা হতে চান না, কাঁটা সরাতে চান সুজন
### বঙ্গবন্ধুর কবরের প্রথম এপিটাফ খোরশেদ আলম সুজনের
### ‘রাতের অন্ধকারে আমার মনোনয়নপত্র লুকিয়ে রাখা হয়েছে’
### মনোনয়নবঞ্চিত সুজন-পুত্রের স্ট্যাটাসে চোখের জল!