এনায়েতবাজার মহিলা কলেজ সরকারিকরণের দাবিতে স্মারকলিপি

চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীর এনায়েতবাজার মহিলা কলেজ সরকারিকরণের দাবিতে জেলা প্রশাসক বরাবর স্মারকিলিপি জমা দিয়েছে কলেজের ছাত্রীরা। মঙ্গলবার দুপুর ১টার দিকে জেলা প্রশাসক সামসুল আরেফিন স্মারকলিপিটি গ্রহণ করেন।

এর আগে মঙ্গলবার সকাল ১০টা থেকে নগরীর ডিসি হিল প্রাঙ্গণে জড়ো হতে থাকে শিক্ষার্থীরা। পরে বেলা ১২টার দিকে ‘মহিলা কলেজ চট্টগ্রামকে সরকারিকরণ চাই’ এরূপ ফেস্টুন ও ব্যানার নিয়ে সিনেমা প্যালেস-লালদীঘি হয়ে জেলা প্রশাসক কার্যালয়ের মাঠে অবস্থান নেয় তারা।

শিক্ষার্থীরা জানায়, ১৯৭০ সালে নগরীর এনায়েতবাজার মহিলা কলেজ প্রতিষ্ঠিত হয়। এ কলেজে অধ্যয়ন করা অনেক ছাত্রী বর্তমানে দেশের বিভিন্ন সেক্টরে কাজ করছে। উচ্চ মাধ্যমিক, স্নাতক (পাস), ৩টি বিষয়ে স্নাতক (সম্মান) কোর্সে কলেজে বর্তমানে ছাত্রীর সংখ্যা দুই হাজারের বেশী। ইতোমধ্যে কলেজটি উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে। এরপরও কলেজটিকে সরকারীকরণ করা হচ্ছে না। বেসরকারি হওয়ায় ছাত্রীদের প্রতিবছর মোটা অংকের টাকা দিতে হচ্ছে। এতে অনেকে শিক্ষাখরচ দিতে না পেরে লেখাপড়া বন্ধ করে দিচ্ছে।