শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

চমেক হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি শিথিল

প্রকাশিতঃ ১৫ অগাস্ট ২০২০ | ১:১৩ অপরাহ্ন


চট্টগ্রাম : চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ইন্টার্ন ডক্টরস এসোসিয়েশনের আহ্বায়ক ডা. ওসমান ফরহাদ ও চমেক ছাত্র সংসদের (চমেকসু) সাহিত্য সম্পাদক সানি হাসনাইন প্রান্তিকের উপর হামলার ঘটনার প্রতিবাদে অনির্দিষ্টকালের ডাকা কর্মবিরতি শিথিল করা হয়েছে।

শুক্রবার সন্ধ্যা ৭ টা থেকে রাত ১০ টা পর্যন্ত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এস এম হুমায়ুন কবিরের উদ্যোগে হাসপাতালের সম্মেলন কক্ষে একটি সভা অনুষ্ঠিত হয়। এতে চমেক অধ্যক্ষ, বিএমএ নেতৃবৃন্দ ছাড়াও বিভাগীয় প্রধানরা উপস্থিত ছিলেন।

সভায় সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন ও শিক্ষা উপমন্ত্রী মুহিবুল হাসান চৌধুরী নওফেলের অনুসারী হিসেবে পরিচিত বিবদমান দুই পক্ষের প্রতিনিধিও উপস্থিত ছিলেন।

চমেক হাসপাতাল ইন্টার্ন ডক্টরস এসোসিয়েশনের সদস্য সচিব ডা. তাজওয়ার রহমান খান বলেন, বৈঠকে চমেক হাসপাতালের পরিচালক ও চমেক অধ্যক্ষ সুবিচারের আশ্বাস দেন। এছাড়া ১৫ আগস্ট জাতীয় শোক দিবসকে সম্মান জানিয়ে অনির্দিষ্টকালের ধর্মঘট আগামী সোমবার ১৭ আগস্ট দুপুর ১টা পর্যন্ত ৬০ ঘন্টার জন্য স্থগিত করা হয়েছে।