চবিতে শিক্ষার্থীকে মারধরের অভিযোগ ছাত্রলীগ নেত্রীর বিরুদ্ধে

চবি: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রীতিলতা হলের আবাসিক শিক্ষার্থী সুমাইয়া জাহানকে মারধরের অভিযোগ উঠেছে ছাত্রলীগ নেত্রী মুনতাহা মুহীর বিরুদ্ধে। শুক্রবার প্রীতিলতা হলে এ ঘটনা ঘটে।

সুমাইয়া জাহান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ১২-১৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

জানা গেছে, প্রীতিলতা হলের ৪১৯ নং কক্ষটি বাংলা বিভাগের ১২-১৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সুমাইয়া জাহান এবং ইতিহাস বিভাগের ১২-১৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তাজিন আহমেদকে বরাদ্ধ দেয় হল কতৃপক্ষ। দীর্ঘদিন ধরে তারা সে কক্ষে থাকছেনও। শুক্রবার কম্পিউটার ক্লাশ করতে তারা বাইরে গেলে মুহী তার অনুসারী জুনিয়র দুই ছাত্রলীগ কর্মীকে সেকক্ষে থাকার জন্য পাঠান। হলে ফিরে সুমাইয়া এ নিয়ে মুহীর সাথে কথা বলতে গেলে তিনি সুমাইয়াকে গালিগালাজ করেন এবং কক্ষ ছেড়ে চলে যেতে বলেন। এক পর্যায়ে তিনি সুমাইয়াকে মারধর করে ঐ কক্ষে আটকে রাখেন। প্রায় ১ ঘন্টা পর হল কতৃপক্ষ সুমাইয়াকে উদ্ধার করে প্রীতিলতা হলের প্রভোস্ট কক্ষে নিয়ে যান।

সুমাইয়া জাহান বলেন, ‘মুহী আমাকে অনেকদিন ধরে তার রাজনীতি করার কথা বলছিলেন। আমি রাজি না হওয়ায় তিনি আজকে আমাকে মারধর করেছেন।’

প্রীতিলতা হলের প্রভোস্ট প্রফেসর ড. শন্তি রাণী হালদার বলেন, অভিযোগপত্র পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।