চট্টগ্রাম: চট্টগ্রামে শিক্ষার্থী ভর্তিতে অতিরিক্ত অর্থ আদায় করা ৬৮টি শিক্ষা প্রুতিষ্ঠানের নামের তালিকা জেলা প্রশাসকের কাছে জমা দিয়েছে নগর ছাত্রলীগ। বৃহস্পতিবার চট্টগ্রামের জেলা প্রশাসক সামসুল আরেফিনের কাছে এই তালিকা তুলে দেন নগর ছাত্রলীগের সভাপতি ইমরান আহমেদ ইমু ও সাধারণ সম্পাদক নূরুল আজিম রণি।
ছাত্রলীগের চট্টগ্রাম নগর শাখার সাধারণ সম্পাদক নূরুল আজিম রণি বলেন, শিক্ষার্থীদের ভর্তি বিড়ম্বনার কথা জানতে আমরা নগরীর ৫টি এলাকায় ৫টি অভিযোগ বাক্স রেখেছিলাম। সেখানে জমা পড়া অভিযোগ খতিয়ে দেখে অতিরিক্ত অর্থ আদায় করা স্কুলগুলোর আমরা একটি তালিকা করেছি। সেটি জেলা প্রশাসকের কাছে জমা দিয়েছি। এসব স্কুলের তালিকা আমরা দুর্নীতি দমন কমিশনেও পাঠাব।
ছাত্রলীগের তালিকায় থাকা স্কুলগুলোর মধ্যে রয়েছে- আইয়ুব বিবি সিটি কর্পোরেশন স্কুল, পতেঙ্গা সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়, কাপাসগোলা সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়, চিটাগাং ক্যান্টমেন্ট পাবলিক কলেজ, ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল এন্ড কলেজ, সেন্ট জোসেফ টিউটোরিয়াল, নৌবাহিনী পরিচালিত বিএন স্কুল এন্ড কলেজ, কাজেম আলী স্কুল, সিডিএ পাবলিক স্কুল, চট্টগ্রাম পুলিশ লাইন ইনস্টিটিউট, বেপজা পাবলিক স্কুল এন্ড কলেজ, বাংলাদেশ রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয়, স্কলাটিকা কিন্ডারগার্টেন, আইডিয়াল স্কুল এন্ড কলেজ, চট্টগ্রাম বিজ্ঞান কলেজ ইত্যাদি।
