দুই মাসের মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় খুলে দেয়া হতে পারে : উপাচার্য


চবি প্রতিনিধি : করোনাভাইরাসের কারণে গত মার্চ মাসের শেষের দিক থেকে বন্ধ রয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়সহ (চবি) দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান।

তবে এখন পর্যটন কেন্দ্র, শপিং মলসহ সবকিছু স্বাভাবিক নিয়মে চলায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ও স্বাস্থ্যবিধি মেনে খুলে দেয়ার অনুরোধ জানান বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য ও বন ও পরিবেশবিদ্যা ইনস্টিটিউটের অধ্যাপক ড. মো. দানেশ মিয়া।

সিনেট সদস্য অধ্যাপক ড. মো. দানেশ মিয়ার এমন দাবির প্রেক্ষিতে চবি উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার বলেন, ‘এই মুহূর্তে বিশ্ববিদ্যালয় খোলা যাবে না। তবে দুই মাসের মধ্যে স্বাস্থ্যবিধি মেনে বিশ্ববিদ্যালয় খুলে দেয়া হতে পারে।’

রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুর ১ টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট অধিবেশনে বাজেট উপস্থাপন পরবর্তী আলোচনায় তিনি এসব কথা বলেন।

এর আগে সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সিনেট সভাকক্ষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতারের সভাপতিত্বে ৩২ তম বার্ষিক সিনেট সভা শুরু হয়।

এতে ২০২০-২১ অর্থবছরের জন্য ৩৫১ কোটি ৮৫ লাখ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।