
ঢাকা : করোনা পরবর্তী সময়ে শ্রীলঙ্কা সফরের মাধ্যমে বাংলাদেশের আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার কথা থাকলেও তা অনিশ্চিত হয়ে গেল।
সফরের জন্য বাংলাদেশকে দেশটির ক্রিকেট বোর্ড যেসব শর্ত দিয়েছে, তাতে বিস্ময় প্রকাশ করেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান। এত সব শর্ত মেনে বাংলাদেশ সফরে যাবে না বলে জানিয়েছেন তিনি।
তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আগামী ২৮ সেপ্টেম্বর শ্রীলঙ্কা যাওয়ার কথা বাংলাদেশের।
আজ সোমবার সফরের শর্তগুলো নিয়ে বিসিবির অন্য পরিচালকদের সঙ্গে মিটিং শেষে মিডিয়ার মুখোমুখি হয়ে পাপন বলেছেন, ‘শ্রীলঙ্কার দেয়া শর্ত মেনে আমাদের পক্ষে সফরে যাওয়া কোনোভাবেই সম্ভব নয়।’
