‘শিক্ষার্থীদের পিঠের ওপর দিয়ে হেঁটে যাওয়া সম্পূর্ণ অনৈতিক’

শিশু শিক্ষার্থীদের পিঠের ওপর দিয়ে উপজেলা চেয়ারম্যানের হেঁটে যাওয়া সম্পূর্ণ অনৈতিক হয়েছে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। তিনি বলেন, তদন্তের পর এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।

শুক্রবার সকালে রাজধানীর নীলক্ষেত ব্যানবেইস ভবনে প্রথমবারের মতো বাংলাদেশে অনুষ্ঠিত হতে যাওয়া ই-নাইন সম্মেলন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘আমরা এই ঘটনাকে সমর্থন করি না। কারণ এটা অন্যায় হয়েছে, তাই আমরা তদন্ত করতে পাঠিয়েছি। এই ঘটনায় কি করা উচিত সেটা তদন্ত শেষে জানানো হবে।’