শিশু শিক্ষার্থীদের পিঠের ওপর দিয়ে উপজেলা চেয়ারম্যানের হেঁটে যাওয়া সম্পূর্ণ অনৈতিক হয়েছে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। তিনি বলেন, তদন্তের পর এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।
শুক্রবার সকালে রাজধানীর নীলক্ষেত ব্যানবেইস ভবনে প্রথমবারের মতো বাংলাদেশে অনুষ্ঠিত হতে যাওয়া ই-নাইন সম্মেলন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘আমরা এই ঘটনাকে সমর্থন করি না। কারণ এটা অন্যায় হয়েছে, তাই আমরা তদন্ত করতে পাঠিয়েছি। এই ঘটনায় কি করা উচিত সেটা তদন্ত শেষে জানানো হবে।’
