রাঙ্গুনিয়ায় বালু তোলার সরঞ্জাম ধ্বংস করলো ভ্রাম্যমাণ আদালত


রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় অবৈধভাবে বালু তোলার একটি ড্রেজার মেশিন ও বালু তোলার পাইপসহ বিভিন্ন সরঞ্জাম ধ্বংস করেছে ভ্রাম্যমাণ আদালত।

রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার কোদালা ইউনিয়নের চৌধুরী ঘোনা এলাকায় এই অভিযান চালানো হয়।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ফখরুল ইসলাম এই অভিযান পরিচালনা করেন। অভিযানে সহযোগিতা করে রাঙ্গুনিয়া মডেল থানা পুলিশ।

জানা গেছে, উপজেলার কোদালা ইউনিয়নের চৌধুরী ঘোনা এলাকায় নদীর তীরবর্তী এলাকায় দীর্ঘদিন ধরে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করে বিক্রি করে আসছে একটি চক্র। বালু উত্তোলন ও ট্রাকে পরিবহনের ফলে প্রাকৃতিক পরিবেশ নষ্টের পাশাপাশি এলাকার সড়কগুলো নষ্ট হচ্ছে।

খবর পেয়ে সহকারী কমিশনার (ভূমি) ফখরুল ইসলাম অভিযান চালিয়ে অবৈধভাবে বালু তোলার একটি ড্রেজার মেশিন ও বালু তোলার পাইপসহ সরঞ্জাম আগুনে পুড়িয়ে ধ্বংস করে দেন। তবে এ সময় ড্রেজার মেশিনের মালিকসহ কাউকে পাওয়া যায়নি।

সহকারী কমিশনার (ভূমি) ফখরুল ইসলাম বলেন, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।