পাপন বড়ুয়া : পেটের তাগিদে মানুষ বেছে নেয় বিচিত্র পেশা। তেমনই এক বিচিত্র পেশার মানুষ সাইমন মিয়া (৪৫)।
রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে জিইসি মোড়ে কথা হল তার সাথে। পেশায় পাখির ফেরিওয়ালা। পাখিবিক্রেতা। খাঁচাভর্তি লাভ বার্ড পাখিগুলো দেখতেও মায়াবি।
সাইমন মিয়া জানালেন, এই পাখি বিক্রি করেন জোড়া হিসেবে। দাম ৫৫০/৬০০ টাকা। দৈনিক বিক্রি হয় ৫/৬ জোড়া। সিঙ্গেল পাখি বিক্রি করেন না;জোড় মিলিয়ে না নিলে পাখি বেশি দিন বাঁচে না। প্রধান খাদ্য সরিষা দানা। লাভ বার্ড পালনে রয়েছে বিশেষ কায়দা। খাঁচার পাশে রাখতে হবে ‘পাইল্লা'(একধরনের মাটির পাত্র বিশেষ)।
সায়মন মিয়া এই পেশায় আছেন চার বছর ধরে। জানতে চেয়েছিলাম আয়-রোজগার কেমন?একগাল হেসে সায়মন মিয়া জানালেন-চলে যাচ্ছে কোনরকমে।
এরপর আমিও আমার জীবিকার টানে উল্টোপথে রওনা দিলাম…