দখল ঠেকাতে ইউএনও’র বৃক্ষরোপণ


চট্টগ্রাম : উচ্ছেদের পর দখল, দখলের পর উচ্ছেদ, আবার দখল— এমন অবস্থায় সরকারি জমির পুনর্দখল ঠেকাতে অনন্য উদ্যোগ নিয়েছেন চট্টগ্রামের হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুহুল আমিন।

আজ সোমবার উপজেলার পৌর এলাকার থানার সামনের ড্রেনের পাশের খাস জায়গা উদ্ধার করেন ইউএনও রুহুল আমিন। এরপর সেখানে আমলকি, হরিতকি ও জলপাই গাছের চারা রোপণ করেছেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শরীফ উল্লাহ ও ভূমি অফিসের অন্যান্য কর্মকর্তা- কর্মচারীরা।

জানতে চাইলে ইউএনও রুহুল আমিন বলেন, সাধারণত অভিযানের কয়েক দিনের মধ্যে আবার পুনর্দখল করে অবৈধ দখলদারেরা। শেষ পর্যন্ত দখল বন্ধ করতে বৃক্ষরোপণের উদ্যোগ নিয়েছি। গত দুই বছর ধরে বর্ষাকালে এই উদ্যোগ নিয়ে কাজ করে আসছি। যেখানেই উচ্ছেদ অভিযান, সেখানেই বৃক্ষরোপণ করা হচ্ছে।