জীবক বড়ুয়া আর নকশীর গানে মডেল হলেন সাংবাদিক মোরশেদ


চট্টগ্রাম : শিল্পী জীবক বড়ুয়ার নতুন গান ‘কক্সবাজারের মাইয়া’ মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাতে রিলিজ হয়েছে সহশিল্পী নকশী তাবাস্সুমের ইউটিউব চ্যানেলে।

গানটি প্রচারের শুরুতেই ব্যাপক আলোচনায় এসেছে। গানে দুই শিল্পীর সাথে মডেল হয়েছেন সাংবাদিক মোহাম্মদ মোরশেদ হোসেন। এতে সাবলীল অভিনয় করে নজর কেড়েছেন মোরশেদ। গানটিতে মডেলিংয়ের মধ্য দিয়ে সাংবাদিক মোরশেদের অভিষেক হলো নতুন জগতে।

নতুন আঞ্চলিক গানটি চিত্রায়ন হয়েছে বিভিন্ন আকর্ষনীয় লোকেশনে। গানটিতে চিত্র পরিচালনা করেছেন নাহিয়ান আহসান।

প্রসঙ্গত, গীতিকার-সুরকার জীবক বড়ুয়া ‘গইরা কুইল্লা সাম্পানওয়ালা আরে নিবানা, রাঙ্গামাটির মাইয়া আঁরলয় প্রেম গরিবানা’সহ বহু জনপ্রিয় গানে কণ্ঠ দিয়েছেন।