চবি: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আলী আজগর চৌধুরী বলেছেন, একজন নিরস্ত্র ব্যক্তির উপর কোন সুস্থ মানুষ গুলি চালাতে পারেন না। আমরা এমন জনপ্রতিনিধি চাই না, যিনি কলম ও ক্যামেরার দিকে গুলি ছোড়েন, একজন সাংবাদিককে অন্যায়ভাবে হত্যা করেন।
সোমবার বেলা ১টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনে সাংবাদিক আব্দুল হাকিম শিমুল হত্যার বিচার দাবিতে বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি আয়োজিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন।
মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে প্রক্টর আরো বলেন, কোন ব্যক্তি অতর্কিত হামলার শিকার হলে তাঁর লাইসেন্স করা অস্ত্র তিনি ব্যবহার করতে পারেন। কিন্তু শাহজাদপুরে শিমুলের উপর গুলির ঘটনাটি কোন অতর্কিত হামলা ছিল না। সিরাজগঞ্জের শাহজাদপুরের মেয়র মীরুর এমন সন্ত্রাসী কর্মকাণ্ড কোনভাবেই গ্রহণযোগ্য নয়। এ হত্যাকাণ্ডের বিচার চাই।
সাংবাদিক সমিতির সভাপতি আবু বকর সিদ্দীক রাহাতের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রহমান শোয়েবের সঞ্চালনায় মানববন্ধনে আরো বক্তব্য রাখেন সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক হাসান তারেক, অর্থ সম্পাদক জমির উদ্দিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক নিজামুল হক জুয়েল, কার্যনির্বাহী সদস্য ফাহিম হাসান।
এছাড়াও কর্মসূচির প্রতি সংহতি জানিয়ে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক জাকারিয়া খন্দকার বাঁধন, ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক মির্জা ফখরুল ইসলাম, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের আহবায়ক ফজলে রাব্বি ও ছাত্রসেনার সাংগঠনিক সম্পাদক হেলাল উদ্দিন।
