তুরস্কে সন্দেহভাজন ৭৪৮ আইএস সদস্য গ্রেপ্তার

তুরস্কজুড়ে সপ্তাহব্যাপী অভিযানে ইসলামিক স্টেটের (আইএস) সন্দেহভাজন ৭৪৮ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। দেশটির ২৯টি প্রদেশে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়। আজ সোমবার রয়টার্সের খবরে এ তথ্য জানানো হয়।

মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, তুরস্কের পুলিশ অভিযান চলাকালে প্রচুর নথি, আধুনিক উপকরণ, দুটি বন্দুক, চারটি রাইফেল ও গোলাবারুদ আটক করেছে।

তুরস্কের ইস্তাম্বুলের অভিজাত রেইনা নাইট ক্লাবে বর্ষবরণের অনুষ্ঠানে রক্তক্ষয়ী বন্দুক হামলার এক মাস পর এ গ্রেপ্তার অভিযান চালানো হলো। ওই ঘটনায় ৩৯ জন নিহত হয়। আইএস এর দায় স্বীকার করেছিল। এ ঘটনায় মূল সন্দেহভাজন হামলাকারীসহ বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছিল।

নতুন করে এ ধরপাকড়ে তুরস্ক ৭৮০ জনকে আটক করেছে। তাঁদের মধ্যে ৩৫০ জন বিদেশি। আইএসের সঙ্গে সম্পৃক্ততা থাকার অভিযোগে তাঁদের অনেকে দোষী সাব্যস্ত হয়েছেন।