ঋতুকালীন স্বাস্থ্যসুরক্ষা নিয়ে সহপাঠীদের পাশে দাঁড়ালো সুনেহরা জহুরা ইসলাম


চট্টগ্রাম : চট্টগ্রাম মহানগরীর বাটালিহিল। এখানেই গড়ে উঠেছে চট্টগ্রাম বালিকা সদন। ছাত্রী সংখ্যা ৪৭ জন। তাদের স্বাস্থ্য সুরক্ষায় সহযোগিতা দিতে এগিয়ে এসেছে এ লেভেলের শিক্ষার্থী সুনেহরা জহুরা ইসলাম ও তার ফাউন্ডেশন “হিডেন হার”।

“হিডেন হার” ফাউন্ডেশনের মূল লক্ষ্য হলো সমাজের সুবিধাবঞ্চিত মেয়েদের সামনে এগিয়ে নিয়ে যাওয়া। বৃহস্পতিবার (১ অক্টোবর) ফাউন্ডেশনের পক্ষ থেকে এ বালিকা সদনের ৪৭ জন শিক্ষার্থীর হাতে তুলে দেওয়া হয়েছে সেনিটারি প্যাড, সাবান, শ্যাম্পু, টুথপেস্ট, ব্রাশ ও কটন বাডস ইত্যাদি।

সমবয়সী একজন শিক্ষার্থীর কাছ থেকে এমন সব উপহার পেয়ে উউচ্ছ্বসিত বালিকা সদনের শিক্ষার্থীরা। আনন্দ হিল্লোল কণ্ঠে বালিকা সদনের ১০ম শ্রেণীর শিক্ষার্থী তানজীন বলেন, ‘আমরা ভাবতে পারিনি, আমাদের মতোই একজন শিক্ষার্থী আমাদের জন্য স্বাস্থ্য উপকরণ নিয়ে পাশে দাঁড়াবে। আমরা খুব খুশি এবং কৃতজ্ঞ। আশা করি ভবিষ্যতেও সে আমাদের পাশে থাকবে।’

বৃহস্পতিবার দুপুরে ছোট্ট একটি অনুষ্ঠানের মাধ্যমে এসব স্বাস্থ্যউপকরণ বিতরণ করা হয়। এই সময় মেয়েদের ঋতুকালীন স্বাস্থ্যসুরক্ষা বিষয়ে বক্তব্য রাখেন বিশেষজ্ঞ চিকিৎসক ডা. বুশরা।


এই বয়সেই অন্য শিক্ষার্থীর পাশে দাঁড়ানোর স্পৃহা বিষয়ে উদ্যোক্তা সুনেহরা জহুরা ইসলামের কণ্ঠও দৃঢ়। ভবিষ্যতেও শিক্ষার্থীর পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করে এই খুদে শিক্ষার্থী সবার দোয়া কামনা করেছেন, যাতে ভবিষ্যতেও মানুষের পাশে থাকতে পারে।

এই খুদে শিক্ষার্থীকে অন্য শিক্ষার্থীর পাশে দাঁড়াতে সহযোগিতা দিয়েছে সাউথ এন্ডারস নামের একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন উদ্যোক্তা সুনেহরা জহুরা ইসলাম।