
চট্টগ্রাম : নগরের পাঠানটুলির ঐতিহ্যবাহী খান পরিবারের পক্ষ থেকে দুটি বেড কেনার জন্য দুই লাখ টাকা অনুদান দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২০ অক্টোবর) চট্টগ্রাম ডায়াবেটিক জেনারেল হাসপাতালকে মোহাম্মদ আকরম খান ও জয়নব খানম এবং মৌলভী আমানত খান বিএল ও নাছিমা খানমের নামে দুইটি রোগী বেড বাবদ দুই লাখ টাকা অনুদানের চেক হস্তান্তর করা হয়।
সকাল সাড়ে ১১ টায় হাসপাতালের কনফারেন্স হলে সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক জাহাঙ্গীর চৌধুরীর নিকট চেক হস্তান্তর করেন খান বাড়ির সন্তান ২৩ নং উত্তর পাঠানটুলী ওয়ার্ডের সাবেক কাউন্সিলর নিয়াজ মোহাম্মদ খান ও সালাউদ্দিন খান।
এসময় উপস্থিত ছিলেন সমিতির সহ সভাপতি আলহাজ্ব এস.এম শওকত হোসেন, মো. ইফাজ খান, মো. জায়েদ খান প্রমুখ।
সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক জাহাঙ্গীর চৌধুরী বলেন, চট্টগ্রামের বিত্তশালীদের অনুদান ও ঐকান্তিক সহযোগিতায় আজকের এই ডায়াবেটিক জেনারেল হাসপাতালের অগ্রযাত্রা। এই যাত্রায় ভবিষ্যতেও সকলের সহযোগিতা অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।
একুশে/প্রেসবিজ্ঞপ্তি
