চট্টগ্রাম: বিএনপি পরবর্তী সাধারণ নির্বাচনে হারের আশংকায় নির্বাচন কমিশনকে বিতর্কিত করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শনিবার চট্টগ্রামের পটিয়ার ইন্দ্রপুলে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বাইপাস সড়কের কাজ উদ্বোধন করতে গিয়ে এক সমাবেশে তিনি এই মন্তব্য করেন।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, বিএনপি জানে আগামী নির্বাচনে জনগণের ভোটে তারা জিততে পারবে না। বিএনপি আশংকা করছে, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের মতো জাতীয় নির্বাচনেও তাদের ভরাডুবি হবে। সিইসিকে বিতর্কিত করে আগামী নির্বাচনে হেরে যাওয়ার কারণ খুঁজছে বিএনপি। পরাজয়ের পর বলবে- আমরা বলেছিলাম সিইসি বিতর্কিত।
রাষ্ট্রপতি যাই হোক আজিজ মার্কা কোনো ইলেকশন কমিশন গঠন করেননি জানিয়ে ওবায়দুল কাদের বলেন, নতুন নির্বাচন কমিশনে বিএনপি আমলের মতো দলীয় কেউ নিয়োগ পায়নি। বিএনপি সার্চ কমিটিতে ১০ জনের নাম দিয়েছে। পরে আওয়ামী লীগের একজন, বিএনপির একজন আর অন্যান্য দলগুলোর নামের মধ্যে থেকে তিনজনকে নিয়ে নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। সেই কমিশন নিয়ে আওয়ামী লীগ কোনো আপত্তি না করলেও বিএনপি এখন সিইসিকে পছন্দ করতে চাইছে না।
বিএনপিকে দিশেহারা দল উল্লেখ করে তিনি বলেন, বিএনপি পুরনো নালিশের দল। বিএনপিকে নিয়ে ভাবনা-চিন্তার প্রয়োজন নেই। বিএনপি পথ হারিয়ে দিশেহারা পথিক। তাদের ৫৯৬ জনের কেন্দ্রীয় কমিটি। এ কমিটি দিয়ে রাজপথে মিছিল করারও দৃঢ়তা- সাহস তাদের নেই।
দলের নেতাদের উদ্দেশ্যে ওবায়দুল কাদের বলেন, দুঃসময়ের কর্মীদের কোণঠাসা করবেন না। যেখানে কমিটি নেই সেখানে কমিটি করুন। তবে পকেট কমিটি করবেন না।
শিক্ষার্থীদের বিনামূল্যে বই বিতরণের প্রসঙ্গ তুলে তিনি বলেন, এবার স্কুলে বই বিতরণে কিছুটা সমস্যা হয়েছে। তবে আমাদের খেয়াল রাখতে হবে, শিক্ষার্থীরা যেন ভুল শিক্ষা না পায়।
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়ার ইন্দ্রপুলে বাইপাস বাইপাস সড়কের জন্য ৪৬টি ঘর উচ্ছেদ নিয়ে বাসিন্দাদের আশংকার বিষয়ে গণমাধ্যমে প্রকাশিত সংবাদ প্রসঙ্গে মন্ত্রী বলেন, ৪৬টি ঘর নিয়ে যে সমস্যা সৃষ্টি হয়েছে সেটা নিয়ে আমরা হিন্দু সম্প্রদায়ের নেতাদের সঙ্গে বসব। বাইপাস সড়কের জন্য একটি মন্দির উচ্ছেদ করলে ৪৬ টি ঘর আর উচ্ছেদের প্রয়োজন হবে না। তবে উচ্ছেদ করা মন্দির অন্য কোন জায়গায় আমরা সরকারের অর্থায়নে নির্মাণ করে দেব।
এসময় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ককে চারলেনে উন্নীত করার দাবি জানান আওয়ামী লীগ নেতারা; এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
পটিয়া পৌরসভার মেয়র ও আওয়ামী লীগের সভাপতি হারুনর রশিদের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম, উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন, উপ-দপ্তর সম্পাদক বিপ্লব বড়–য়া, চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি মোসলেম উদ্দিন আহমেদ, পটিয়া আসনের সাংসদ শামসুল হক চৌধুরী, সংরক্ষিত আসনের সাংসদ ওয়াসিকা আয়শা খানম প্রমুখ।
