মেয়ে ও স্ত্রীকে হত্যার আসামির ফাঁসি কার্যকর


ঢাকা : অন্তঃসত্ত্বা স্ত্রী ও দুই বছরের মেয়েকে হত্যার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক আসামির সাজা কার্যকর হয়েছে। রোববার রাতে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে আব্দুল গফুর (৪৭) নামে ওই আসামির ফাঁসি কার্যকর করা হয়।

আব্দুল গফুর লক্ষ্মীপুরের রামগতি থানার দক্ষিণ চর লরেন্স এলাকার শামসুল হকের ছেলে।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এর জেলার মো. আবু সায়েম জানান, আইনি প্রক্রিয়া শেষে রোববার রাত ১২টায় আব্দুল গফুরকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। মৃত্যুদণ্ড কার্যকরের সময় কারাগারের সিনিয়র জেল সুপার, জেলারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।