কক্সবাজারে হচ্ছে টেলিকমিউনিকেশন বিষয়ে আর্ন্তজাতিক কনফারেন্স

চট্টগ্রাম: চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদের উদ্যোগে আগামী ১৬ থেকে ১৮ ফেব্রুয়ারি কক্সবাজারে অনুষ্ঠিত হতে যাচ্ছে একটি আর্ন্তজাতিক কনফারেন্স। ১৬ ফেব্রুয়ারি কক্সবাজারের হোটেল বেস্ট ওয়েস্টার্ন প্লাস হেরিটেজে বেলা ১১টায় উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

তিনদিনব্যাপী এই আর্ন্তজাতিক কনফারেন্সে বাইরের বিভিন্ন দেশ থেকে প্রতিনিধিরা অংশ নিচ্ছেন। তাদের মধ্যে ১০ জন কী-নোট স্পিকার এবং ইনভাইটেড স্পিকার অংশ নেবেন বলে আশা করা হচ্ছে। কনফারেন্সের জন্য মোট ৫৮৫টি পেপার জমা পড়ে। এর মধ্যে যাচাই-বাছাই শেষে ২০৭টি পেপার উপস্থাপনের জন্য মনোনীত হয়। এতে কী-নোট স্পিকার হিসেবে থাকবেন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা পলিটেকনিক ইউনিভার্সিটির অধ্যাপক মোহাম্মদ এইচ. রশীদ, ইন্ডিয়ান স্টাটিসটিক্যাল ইনস্টিটিউট এর প্রাক্তন পরিচালক শঙ্কর কে. পাল এবং উক্ত প্রতিষ্ঠানের অধ্যাপক এন. এইচ. সিং, জাপানের সাইতামা ইউনিভার্সিটির অধ্যাপক তেতসুয়া শিমামুরা, নেদারল্যান্ডস এর ইউনিভার্সিটি অব টুয়েন্ট এর অধ্যাপক এন্টন নিজ্হট, যুক্তরাজ্যের উলস্টার ইউনিভার্সিটির অধ্যাপক নাজমুল সিদ্দিকী প্রমুখ।

কনফারেন্সে ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক, কম্পিউটার সায়েন্স, টেলিকমিউনিকেশন প্রভৃতি বিষয়ে শীর্ষস্থানীয় একাডেমিক সায়িন্টিস্ট, রিসার্চার, স্কলারস, ডিসিশন মেকার্সগণ অংশ নেবেন।