ঘরোয়া পদ্ধতিতে দূর করুন ব্ল্যাকহেডস


লাইফস্টাইল ডেস্ক : শীতের আমেজ আসতে শুরু করেছে। এই সময়ে ত্বকের প্রতি বাড়তি যত্ন নেয়া অত্যন্ত জরুরি। শীতের শুরুতে নাকের খাঁজে, চিবুকে ব্ল্যাকহেডস হতে পারে। ত্বকের মৃত কোষ জমেই এই সমস্যা দেখা দেয়। ঘরে বসেই খুব সহজেই ব্ল্যাকহেডস সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। চলুন জেনে নিই পদ্ধতি-

একটি মাঝারি মাপের আলু, এক চামচ অ্যাপেল সিডার ভিনিগার ও পানি নিন। আলু টুকরা করে কেটে অ্যাপেল সিডার ভিনিগারে কিছুক্ষণ ডুবিয়ে রাখুন। ভিনিগার মেশানো আলুগুলো ব্লেন্ড করে আইস ট্রে-তে রেখে দিন। আলুগুলো বরফ হয়ে গেলে ভালো করে মুখ ধুয়ে ওই বরফ নিয়ে ব্ল্যাকহেড আক্রান্ত জায়গায় দিনের মধ্যে বার তিনেক মাসাজ করুন। সপ্তাহখানেক এভাবে যত্ন নিলেই ব্ল্যাকহেডসের সমস্যা কমবে।

এছাড়াও আরও কয়েকটি পদ্ধতিতে এই সমস্যার মোকাবিলা করতে পারেন-

# হলুদ, বেসন ও দইয়ের প্যাক তৈরি করে ১০ মিনিট লাগিয়ে রাখুন। এতে পোর্স হয় না। ত্বক উজ্জ্বল থাকে। ব্ল্যাকহেডসের সমস্যাও কমে।

# কাজুবাদাম গুঁড়ো করে পানির সঙ্গে মিশিয়ে মুখে মাস্কের মতো লাগিয়ে রাখুন।

# পাঁচ মিনিট ধরে মুখে বরফকুচি ঘষুন। ত্বকে রক্ত সঞ্চালন হবে। সমস্যা কমবে।