
ঢাকা : একদিনেই দেশের ছয়জন সংসদ সদস্য (এমপি) করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে একজন এমপি দ্বিতীয়বারের মতো করোনায় আক্রান্ত হলেন।
পৃথকভাবে নমুনা দিলেও শনিবার (৭ নভেম্বর) এ ৬ এমপির করোনা পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। এতে ৬ এমপির রিপোর্ট করোনা পজিটিভ আসে।
করোনা আক্রান্ত এমপিরা হলেন- সংরক্ষিত নারী আসনের নাদিরা ইয়াসমিন জলি, তাহমিনা বেগম; নাটোর-২ আসনের শফিকুল ইসলাম, পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘোরিয়া) আসনের নুরুজ্জামান বিশ্বাস, নওগাঁ-২ আসনের এমপি ও সাবেক হুইপ শহিদুজ্জামান সরকার এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার।
তবে করোনায় আক্রান্ত ৬ এমপি বাসায় অবস্থান করে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নিচ্ছেন। এখন পর্যন্ত ৬ সংসদ সদস্যের শারীরিক অবস্থাও স্থিতিশীল রয়েছে।
সংসদ ক্লিনিকের কর্মকর্তারা এসব তথ্য নিশ্চিত করার পর সংশ্লিষ্ট একাধিক সংসদ সদস্য করোনা আক্রান্তের বিষয়টি স্বীকার করেছেন।
