চবিতে ছাত্রলীগ কর্মীকে কুপিয়ে জখম

চট্টগ্রাম: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মোফাজ্জল হায়দার মোফা নামের এক ছাত্রলীগ কর্মীকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষের নেতাকর্মীরা। শনিবার বিকেল ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের শাহজালাল হলের সামনে এ ঘটনা ঘটে।

মোফা চারুকলা ইনস্টিটিউটের ২০১২-১৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং শাখা ছাত্রলীগের সভাপতি আলমগীর টিপুর অনুসারী বলে জানা গেছে।

শনিবার বিকেল ৩টার দিকে শাহজালাল হলের সামনে দুপুরের খাবার খেতে বের হয় মোফা। এসময় তার ওপর হামলা চালিয়ে তাকে কুপিয়ে আহত করে শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফজলে রাব্বী সুজনের অনুসারী নাছির উদ্দিন মিশু, মাহমুদুল হাসান রূপক ও সাদাফ খান সহ ৪-৫ জন ছাত্রলীগ কর্মী। পরে তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

শাখা ছাত্রলীগের সভাপতি আলমগীর টিপু বলেন, হামলাকারীদের বিরুদ্ধে যদি প্রশাসন ব্যবস্থা না নেয় তবে পরিস্থিতি আর আমাদের নিয়ন্ত্রণে থাকবে না।

অন্যদিকে সাধারণ সম্পাদক ফজলে রাব্বী সুজন বলেন, দোষী যেই হোক তাদের বিরুদ্ধে সর্বোচ্চ সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর লিটন মিত্র বলেন, ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।