
আন্তর্জাতিক ডেস্ক : করোনাসংকট থেকে বিশ্বকে মুক্তি দিতে বিশ্বধর্মীয় নেতাদের এক অনলাইন সভা অনুষ্ঠিত হয়েছে। কোরিয়া ভিত্তিক ধর্মীয় সংগঠন শিনচিওনজি চার্চ অফ জেসাসের আয়োজনে সম্প্রতি এ সভা অনুষ্ঠিত হয়।
গেল ১৫ নভেম্বর শিনচিওনজি চার্চের টেবারনেকল অব দ্য টেস্টিমোনি ‘ধর্মীয় অনুসারীদের বৈশ্বিক প্রার্থনা সভা’ শিরোনামে তৃতীয়বারের মত এ আয়োজন করে।
এতে শিনচিওনজি চার্চের ২ লাখ দেশি-বিদেশি সদস্যসহ সারা বিশ্বের প্রায় ৫৬ হাজার মানুষ মহামারীকে পরাজিত করার এ প্রার্থনা সভায় যোগ দেয়।
আয়োজকরা এক বিবৃতিতে জানান, ৭৩টি দেশ থেকে ইসলাম ধর্ম, বৌদ্ধধর্ম, শিখধর্ম, এবং হিন্দুধর্মের প্রতিনিধিত্বকারী ৩৫২ জন ধর্মীয় নেতা সব ভেদাভেদ ভুলে প্রার্থনা সভায় অংশগ্রহণ করেন। এসময় ধর্মীয় নেতারা অনলাইন প্রার্থনায় কোভিড-১৯ থেকে মুক্তি পেতে জন্য তাদের নিজ নিজ ধর্মীয় উপায়ে বিশ্বের জন্য প্রার্থনা করেছেন।
আয়োজকরা বিবৃতিতে আরও জানান, শিনচিওনজি চার্চের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে সরাসরি এ সভা সম্প্রচার করা হয়। এতে কেবল রোগী এবং তাদের পরিবারের জন্য নয়, পাশপাশি কোভিড-১৯ এ ফ্রন্টলাইনে থাকা সরকারী কর্মী, চিকিৎসা কর্মী এবং স্বেচ্ছাসেবকদের জন্যও প্রার্থনা করা হয়।
এসময় হেভেনলি কালচার,ওয়ার্ল্ড পিস, রিস্টোরেসন অব লাইটের (এইচডব্লিউপিএল) চেয়ারম্যান ম্যান লি এ আয়োজনকে নিয়ে বলেন “যেহেতু বিশ্ব কোভিড-১৯ এর প্রকোপে কাঁপছে, তাই এই বিপর্যয় থেকে মুক্তি পেতে সারা বিশ্বের ধর্মীয় মানুষদের একসাথে প্রার্থনা একটি বড় প্রভাব ফেলবে। এখন অনেক মানুষ এই রোগে ভুগছে। বিশেষ করে, গত ফেব্রুয়ারিতে আমাদের গির্জার ভেতরে অনেকেই আক্রান্ত হয়েছে। চার্চের সদস্য এবং নাগরিক উভয়ই অনেক কষ্ট ভোগ করেছে। এজন্য আমাদের অবশ্যই সক্রিয়ভাবে এগিয়ে আসতে হবে এবং বিশ্ব এবং এর বিভিন্ন জাতির জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করতে হবে। ”
পিএইচডিআই জাকার্তার আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সচিব ড. আনাক আগুং দিয়াতমিকা সভায় যোগ দিয়ে বলেন, “সত্যিকার অর্থে আমাদের হৃদয়ের অভ্যন্তর থেকে আমরা সবাই এক। পৃথিবী থেকে কোভিড-১৯ মহামারি শেষ না হওয়া পর্যন্ত আমাদের প্রার্থনা চালিয়ে যাওয়া উচিত এবং বিশ্বশান্তি, সম্প্রীতি, ন্যায়বিচার এবং সমৃদ্ধি বজায় রাখার জন্য বিশ্ব ধর্মীয় নেতাদের মধ্যে সমন্বয় অব্যাহত রাখা জরুরি। ”
এই প্রার্থনা সভার পর, কোভিড-১৯ থেকে সেরে উঠা প্রায় ৪,০০০ শিনচিওনজি চার্চের সদস্য, প্লাজমা দানের প্রত্যয় ব্যক্ত করেন। জানা গেছে, শিনচিওনজি চার্চের ১,৭০০ সদস্য ইতোমধ্যে গত জুলাই এবং সেপ্টেম্বর মাসে প্লাজমা দান করেছে।
