
ফায়সাল করিম : হৃদযন্ত্রের ক্রিয় বন্ধ হয়ে মারা গেলেন ফুটবলের ঈশ্বরখ্যাত ডিয়েগো আরমান্ডো ম্যারাডোনা।
বুধবার ৬০ বছর বয়সে আর্জেন্টিনার টাইগ্রে শহরে চির বিদায় নেন ফুটবলের এই বিশ্ব আইকন। আর্জেন্টিনার সংবাদপত্র ক্লারিন এবং ওলে তাঁর মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে।
ব্রিটেনভিত্তিক সংবাদমাধ্যম এক্সপ্রেস ইউকে জানায়, দুই সপ্তাহ আগে তাকে বুয়েনোস আয়ার্সের ক্লিনিক থেকে ছেড়ে দেওয়া হয়। সেখানে তাঁর মস্তিষ্কে রক্ত জমাট বাঁধার একটি অস্ত্রোপচার হয়েছে। এরপর থেকে তিনি বাড়িতেই চিকিৎসকদের পর্যবেক্ষণে ছিলেন।
স্থানীয় গণমাধ্যমে প্রচারিত বিভিন্ন ছবিতে দেখা গেছে ম্যারাডোনার বাড়ির বাইরে একটি অ্যাম্বুলেন্স অপেক্ষা করছে।
চিকিৎসকেরা জানিয়েছেন কার্ডিওরেসপিরেটরি অ্যারেস্ট মানে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা গেছেন বলে নিশ্চিত হওয়া গেছে।
ম্যারাডোনা সর্বকালের অন্যতম সেরা ফুটবলার হিসেবে ব্যাপকভাবে স্বীকৃত। তবে মাঠের বাইরেও তিনি ছিলেন সমানভাবে আলোচিত ও সমালোচিত।
ম্যারাডোনা ১৯৮৬ সালে আর্জেন্টিনার হয়ে সাথে বিশ্বকাপ জিতেছেন। সেই আসরে একটি ম্যাচে তিনি ইংল্যান্ডের বিরুদ্ধে বিখ্যাত ‘হ্যান্ড অফ গড’ গোলটি করেছিলেন।
মারাদোনা আর্জেন্টিনা জুনিয়র্স এ তার খেলোয়াড় জীবনের শুরু করেন।
