আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামে আনোয়ারায় মাকে নির্যাতনের অভিযোগে দায়ের করা মামলায় ছেলে ও ছেলের স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এরা হলেন, আনোয়ারার হাইলধর তেকোটা এলাকার মৃত মো. নুরুজ্জামান ছেলে মো. আশরাফুল ইসলাম (২৫) ও তার স্ত্রী মোছা. সুমি আকতার (১৯)
শুক্রবার এই দুইজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান আনোয়ারা থানার ওসি এসএম দিদারুল ইসলাম সিকদার।
এর আগে বৃহস্পতিবার রাতে এসআই আবুল ফরেজ জুয়েল ও আরাফাত বিন ইউসুফ হাইলধর তেকোটা এলাকায় অভিযান চালিয়ে মাকে নির্যাতনের অভিযোগের মামলায় পরোয়াভুক্ত আসামি আশরাফুল ও তার স্ত্রী সুমিকে গ্রেপ্তার করেন।
অন্যদিকে পৃথক অভিযানে পল্লী বিদ্যুতের মাঠকর্মীকে মারধরের ঘটনায় উপজেলার বরুমছড়া ইউনিয়ন ভরাচর এলাকার মৃত মুন্সি মিয়া ছেলে অজি আহামদকে (৬০) গ্রেপ্তার করেন এসআই ইয়াউর রহমান।
এছাড়া গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি উপজেলার পড়ৈকোড়া এলাকার মৃত আলী হোসেনের ছেলে মো. জুয়েল (২৪) গ্রেপ্তার হয় পুলিশের আরেকটি অভিযানে।
বৃহস্পতিবার রাতে পৃথক অভিযানে গ্রেপ্তার উক্ত চারজনকে আজ শুক্রবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে ওসি এসএম দিদারুল ইসলাম সিকদার জানিয়েছেন।