চট্টগ্রাম : চট্টগ্রামের জোরারগঞ্জ থানা এলাকায় ছিনতাইয়ে জড়িত থাকার অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এরা হলেন, মুকেশ চন্দ্র দাস (২২), হুমায়ুন রশিদ প্রকাশ মামুন (২৬), আসিফ হায়দার জিসান (২৩), সাজ্জাদ হোসেন সাব্বির (১৯), মো. ফজলুল করিম রিয়াজ (২০)।
তাদের মধ্যে হুমায়ুন রশিদ প্রকাশ মামুনের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে অন্তত ৯টি মামলা রয়েছে।
শুক্রবার (২৭ নভেম্বর) ভোরে পশ্চিম পরাগলপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
জোরারগঞ্জ থানার ওসি মো. নুর হোসেন মামুন বলেন, গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ছিনতাইয়ে ব্যবহৃত বেশকিছু দেশিয় অস্ত্র ছাড়াও ছিনতাই হওয়া পাঁচটি মোবাইল সেট ও নগদ ১২ হাজার ৯০০ টাকা উদ্ধার করা হয়েছে।