চট্টগ্রাম: দুই দশক পর অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রাম দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের সম্মেলন। এতে সভাপতি হয়েছেন চেমন আরা তৈয়ব এবং সাধারণ সম্পাদক হয়েছেন শামীমা হারুন লুবনা। কমিটি ঘোষণার সময় সভাপতি পদ না পেয়ে সম্মেলনস্থলেই অজ্ঞান হয়ে পড়েন মহিলা লীগ নেত্রী ও চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য শাহিদা আক্তার জাহান।
এর আগে সোমবার সকাল সাড়ে ১১টায় নগরীর চকাবাজারে আনিকা কমিউনিটি সেন্টারে মহিলা লীগের সম্মেলনের উদ্বোধন করেন মহিলা লীগের কেন্দ্রীয় সহ সভাপতি বেগম সাফিয়া খাতুন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় মহিলা বিষয়ক সম্পাদক বেগম ফজিলাতুন্নেছা ইন্দিরা।
সভাপতি চেমন আরা তৈয়ব চট্টগ্রাম দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের সর্বশেষ কমিটির সাধারণ সম্পাদক ছিলেন। গত সংসদের সংরক্ষিত নারী সাংসদও ছিলেন চেমন আরা। সাধারণ সম্পাদক শামীমা হারুন লুবনা আওয়ামী লীগের প্রতিষ্ঠাকালীন নেতা প্রয়াত আবদুল্লাহ আল হারুনের মেয়ে।
চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আব্দুল কাদের সুজন বলেন, কমিটি ঘোষণার সময় সম্মেলনস্থলে ব্যাপক হট্টগোল হয়। এসময় শাহিদা আক্তার জাহান অজ্ঞান হয়ে পড়লে তাকে চকবাজারে সার্জিস্কোপ ক্লিনিকে ভর্তি করা হয়।
মহিলা লীগের কেন্দ্রীয় সহ সভাপতি বেগম সাফিয়া খাতুন বলেন, চেমন আরা তৈয়বকে সভাপতি এবং শামীমা হারুন লুবনাকে সাধারণ সম্পাদক ঘোষণা দেয়া হয়েছে। সহ সভাপতি করা হয়েছে শাহিদা আক্তার জাহান এবং সংসদ সদস্য ওয়াসিকা আয়শা খানকে। খালেদা আক্তারসহ দুজনকে যুগ্ন সাধারণ সম্পাদক করা হয়েছে। পূর্ণাঙ্গ কমিটি পরে কেন্দ্র থেকে পাঠানো হবে।
