`চোখ দেখেই রোগনির্ণয়’


চট্টগ্রাম : পড়তে অসুবিধা হলে কেউ যদি চশমার জন্য চোখের ডাক্তারের কাছে যান, তিনি একথা শুনলে নিশ্চয়ই অবাক হবেন, ‘আপনার ডায়বেটিস হয়েছে’৷ ডায়বেটিসের কারণে চোখে বেশ কিছু রোগ দেখা দিতে পারে৷ জটিলতা বৃদ্ধি পেলে চোখের দৃষ্টি একেবারে হারিয়েও যেতে পারে৷ ডায়বেটিস, উচ্চরক্তচাপসহ এমন অনেক রোগ আছে যা চোখ দেখে নির্ণয় সম্ভব। সুস্থ সুন্দর জীবনের জন্য নিয়মিত চোখ পরীক্ষা জরুরি।

শুক্রবার (১১ ডিসেম্বর) সকালে আনোয়ারা শেভরন মিলনায়তনে শেভরণ অপটিকস, আনোয়ারা শাখা আয়োজিত ‘সুস্থ চোখ, সুন্দর জীবন’ শীর্ষক সেমিনারে বক্তারা এ কথা বলেন। শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরি আনোয়ারা শাখা ও শেভরণ চক্ষু রিসার্চ সেন্টার, আনোয়ারা সেমিনারের সহ আয়োজক ছিল।

সেমিনারে উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক হেলাল উদ্দিন চৌধুরী, চক্ষু বিশেষজ্ঞ ডা. এমএ করিম, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলাম, সারাবেলা সম্পাদক আজাদ মঈনুদ্দীন, শেভরন আনোয়ারা শাখার প্রতিষ্ঠাতা ম্যানেজিং পার্টনার মীর মোশাররফ হোসেন, ফিন্যান্স ডাইরেক্টর মীর নাজের আহমদ, পরিচালক শাহাদাত হোসেন, শিক্ষা উদ্যোক্তা মোহাম্মদ মহিউদ্দিন, হাসান খান, শেভরনের ব্যবস্থাপক মিজানুর রহমান, সুমন বিশ্বাস প্রমূখ।

শেভরণ অপটিকস, আনোয়ারার পরিচালক ইমতিয়াজুল হক চৌধুরী সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন।

সভায় বক্তারা বলেন, প্রযুক্তি এখন এগিয়েছে। চোখ দেখেই এখন অনেক রোগনির্ণয় সম্ভব। ডায়বেটিস, উচ্চরক্তচাপ, মাল্টিপল এসক্লেরোসিস বা এমএস ইত্যাদি জটিল রোগের লক্ষণ চোখ দেখেই বুঝা সম্ভব। ডায়বেটিসজনিত চোখের সমস্যাগুলোর অন্যতম রেটিনোপ্যাথির কারণে চোখের দৃষ্টিশক্তির ভীষণ ক্ষতি হয়৷ তাই চোখ নিয়ে ডায়বেটিস রোগীদের সতর্কতা বেশি জরুরি। তাই নিয়মিত চোখ পরীক্ষার মাধ্যমে সুস্থ থাকার পরামর্শ দেন চিকিৎসকেরা।