ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ

পদত্যাগ করেছেন ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী জোসে সেরা। নিজের স্বাস্থ্যগত কারণ উল্লেখ করে দেশটির প্রেসিডেন্ট মিচেল তেমেরের কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি। বলেন, স্বাস্থ্যগত কারণে তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারছেন না।

সরকারের একটি সূত্র জানিয়েছে, ৭৪ বছর বয়সী এই রাজনৈতিক ব্যক্তিত্ব মেরুদণ্ডে ব্যথার কারণে এ সিদ্ধান্ত নিয়েছেন। এরআগে তার মেরুদণ্ডে অস্ত্রোপচার করা হয়। জোসে সেরা ইতোপূর্বে প্রেসিডেন্ট পদপ্রার্থীও ছিলেন।