
কক্সবাজার প্রতিনিধি : মেজর (অব.) সিনহা মো. রাশেদ খান হত্যা মামলার চার্জশিট অবৈধ বলে দাবি করেছেন আসামি পক্ষের আইনজীবি মাহমুদ সালাহ উদ্দীন।
আজ রোববার কক্সবাজার আদালত প্রাঙ্গণে তিনি সাংবাদিকদের বলেন, সিনহা হত্যা মামলা আইনসঙ্গত হয়নি। সে কারণে মামলাটি বাতিল চেয়ে আমরা আবেদন করেছি। আবদনের চূড়ান্ত শুনানির সময় ছিল আজ রোববার বেলা ১২টায়। কিন্তু এর আগেই মামলার চার্জশিট দাখিল করা হলো। মামলা যেহেতু অবৈধ, চার্জশিটও অবৈধ।
তিনি আরও বলেন, রিভিশন শুনানিতে আমরা মামলা বাতিলের আবেদন করবো। মামলা বাতিল হলে চূড়ান্ত প্রতিবেদনও বাতিল হয়ে যাবে। একই সাথে এই মামলার আসামিদের রিমান্ড ও ১৬৪ ধারা জবানবন্দিও চ্যালেঞ্জ করা হবে।
এর আগে আজ রোববার সকালে সিনহা হত্যা মামলায় প্রদীপ, লিয়াকতসহ ১৫ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা খায়রুল ইসলাম।
