
ঢাকা : সরকার চাইলেই দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা কোনো দুর্নীতি মামলা প্রত্যাহার করতে পারবে না সরকার। এমনকি মামলা প্রত্যাহারে করা যাবে না কোনো সুপারিশও। এমন রায় দিয়েছেন হাইকোর্ট।
দুদক আইন অনুযায়ী এই ক্ষমতা সরকারকে দেওয়া হয়নি। তবে এক ব্যক্তির বিরুদ্ধে পাঁচটি টিন চুরির অভিযোগে করা মামলা বাতিলের সুপারিশ করেছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
যার ভিত্তিতে ২০১২ সালে ওই মামলা প্রত্যাহারে রায় দেয় সিলেটের বিশেষ জজ আদালত। এর বিরুদ্ধে করা এক আবেদনে গত বৃহস্পতিবার দুদকের মামলা বাতিলে সরকারের ক্ষমতা নেই বলে রায় দেন হাইকোর্ট।
বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মোস্তাফিজুর রহমান সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রায় দেন। রায়ে বলা হয়, দুদকের মামলায় সরকারের হস্তক্ষেপ করার আইনগত কোনো সুযোগ নেই। আইনজ্ঞরা বলছেন, হাইকোর্টের এই রায়ের মধ্যে দিয়ে দুদকের ক্ষমতা সুপ্রতিষ্ঠিত হয়েছে।
দুদকের আইনজীবী মোহাম্মদ খুরশীদ আলম খান বলেন, ‘যুগান্তকারী রায়। এ রায়ের ফলে সরকারকে ‘একটি বার্তা’ দেওয়া হয়েছে দুদকের মামলায় কোনো হস্তক্ষেপ করা যাবে না। আইনেও সরকারের হস্তক্ষেপ করার সুযোগ দেওয়া হয়নি। এটিই চূড়ান্ত বিচারের হাইকোর্টে রায়ে ফের প্রতিষ্ঠিত হয়েছে।’
