
চবি প্রতিনিধি : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বিজয় দিবসের আলোচনা সভার ব্যানারে শহীদ মিনারের ছবি দেওয়ার ঘটনায় উপাচার্যের পিএস ডেপুটি রেজিস্ট্রার জাহাঙ্গীরকে উপাচার্য দপ্তর থেকে পরিষদ শাখায় বদলি করা হয়েছে। ইতোমধ্যে তিনি নতুন অফিসে যোগদান করেছেন।
শুক্রবার (১৮ ডিসেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম মনিরুল হাসান।
তিনি বলেন, ডেপুটি রেজিস্ট্রার জাহাঙ্গীর সাহেবকে বৃহস্পতিবার উপাচার্য দপ্তর থেকে অন্য ডিপার্টমেন্টে বদলি করা হয়েছে। উপাচার্যের নির্দেশক্রমে তার এই বদলি।
এর আগে গত বুধবার মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আয়োজিত আলোচনা সভার ব্যানারে শহীদ মিনারের ছবি ব্যবহার করা হয়। এই নিয়ে বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন মহলে নানান আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। বিশ্ববিদ্যালয়ের কর্তাব্যক্তিদের নিয়েও অনেকে প্রশ্ন তোলেন।
