
চট্টগ্রাম : সাহসী সাংবাদিকতার অঙ্গীকার নিয়ে পথচলা অনলাইন নিউজ পোর্টাল একুশে পত্রিকা ডটকমকে নিবন্ধন দিয়েছে সরকার।
আজ সোমবার (২১ ডিসেম্বর) সচিবালয়ে তথ্য অধিদফতরের প্রধান তথ্য কর্মকর্তা সুরথ কুমার সরকার একুশে পত্রিকা সম্পাদক আজাদ তালুকদারের হাতে নিবন্ধন সনদ তুলে দেন।
সরকারি গোয়েন্দা সংস্থাগুলোর যাচাই-বাছাই শেষে গত ২৯ নভেম্বর নিবন্ধনের জন্য ৫১টি অনলাইন নিউজ পোর্টালের তালিকা প্রকাশ করে তথ্য মন্ত্রণালয়। নিবন্ধন দেয়ার কর্তৃপক্ষ নির্ধারণ করা হয় তথ্য মন্ত্রণালয়ের অধীন তথ্য অধিদফতরকে।
একইসঙ্গে নিবন্ধন ফিও নির্ধারণ করে দেয়া হয়। সরকার নির্ধারিত ফি জমা দেয়ার পর পোর্টালগুলোকে নিবন্ধন সনদ দিচ্ছে তথ্য অধিদফতর।
এক প্রতিক্রিয়ায় একুশে পত্রিকা সম্পাদক আজাদ তালুকদার বলেন, একুশে পত্রিকা ডটকমের যাত্রা শুরু হয়েছিল চার বছর আগে। প্রতি মুহূর্তে দেশ-বিদেশের সংবাদ পাঠকের কাছে পৌঁছে দেয় একুশে পত্রিকা ডটকম। এছাড়া সাপ্তাহিক একুশে পত্রিকা আগে ম্যাগাজিন আকারে বের হলেও বিজয়ের মাস থেকে নতুন আঙ্গিকে পূর্ণাঙ্গ পত্রিকা আকারে ৮ পৃষ্ঠা বের হচ্ছে।
তিনি বলেন, সত্য প্রকাশে সব সময় একুশে পত্রিকা অভিন্ন একটি অবস্থান বজায় রেখেছে। আর ভালো কাজের স্বীকৃতি হিসেবে একুশে পত্রিকা ডটকম সরকারের চূড়ান্ত নিবন্ধন পেয়েছে, সম্মুখে এগিয়ে যাবার ‘সনদ’ পেয়েছে। আগামীতেও সত্য প্রকাশে অবিচল থাকবো আমরা। ন্যায়বিচার, মানবাধিকার ও জনস্বার্থে কাজ করার চেষ্টা করবো। আমাদের সঙ্গে আছে বিপুল পাঠকগোষ্ঠী, তারাই একুশে পত্রিকার প্রধান শক্তি।
প্রসঙ্গত, অনলাইন গণমাধ্যমগুলোকে নিবন্ধনের আওতায় আনতে ২০১৬ সালের দিকে আবেদন নেওয়া শুরু করে সরকার, সে সময়ই তথ্য মন্ত্রণালয়ে আবেদন করেছিল একুশে পত্রিকা ডটকম।
