চবির সমাজ বিজ্ঞান অনুষদের ডিনকে সংবর্ধনা

চট্টগ্রাম: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান অনুষদের নব নির্বাচিত ডিন প্রফেসর ড. ফরিদ উদ্দীন আহমেদ কে সংবর্ধনা দিয়েছে বিশ্ববিদ্যালয়ের টেকনাফ উপজেলা স্টুডেন্ট এসোসিয়েশন। সম্প্রতি নগরীর কাজেম আলী স্কুল অডিটোরিয়ামে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, এসোসিয়েশনের অতীত ইতিহাস অনুসরণ করে নতুনদের একতাবদ্ধ হয়ে কাজ করতে হবে। সংগঠনকে রাজনীতির উর্ধ্বে রেখে এর অগ্রযাত্রা যাতে থেমে না যায় সে দিকে খেয়াল রাখতে হবে। পড়াশুনার পাশাপাশি টেকনাফের বর্তমান নৈতিক অবক্ষয় রোধে সমাজসেবা এবং সচেতনতামূলক কাজ করার জন্য সচেষ্ট হওয়ারও আহ্বান জানান বক্তারা ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের শিক্ষক প্রফেসর ড. রফিক আহমদ, ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষক মমতাজ উদ্দীন কাদেরী, ফলিত পদার্থবিদ্যা ইলেকট্রনিক্স এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক মোরশেদুল হক, চট্টগ্রাম মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডা. এ.কে.এম রেজাউল করীম, এনএসআই এর সহকারী পরিচালক নুর মোহাম্মদ প্রমূখ।